শিরোনাম

মিরিক ভ্রমণ



মিরিক  ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মত সুন্দর একটি পর্যটন কেন্দ্র । মিরিক নামটি এসেছে লেপচা কথা মির-ইওক থেকে যার অর্থ "আগুনে পোড়া জায়গা" ।
শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ছোট্ট শৈলশহর মিরিক। শিলিগুড়ি থেকে দূরত্ব ৫২ কিমি, দার্জিলিং থেকে দূরত্ব ৪৯ কিমি। টলটলে জলের লেক আর পাহাড়ি ঝোরা নিয়ে মনোরম মিরিক। লেকের জলে কাঞ্চনজঙ্ঘার রুপোলি ছায়া। লেককে ঘিরে সাজানো বাগান। পাহাড়ের ঢালে কমলা, এলাচ, পাইন আর অর্কিডের সবুজ অরণ্য। বাসস্ট্যান্ডের বিপরীতে মিরিক গুম্ফা। ২ কিমি দূরে খার্বো চা বাগিচা ও দেবী সিংহলীলার মন্দির। দার্জিলিং থেকে ১৫ কিমি দূরে জোড়পোখরি। আর ১৯ কিমি দূরে সবুজে মোড়া স্বপ্নের দেশ লেপচাজগত।




মিরিক ভ্রমণপিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য । সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ যার একদিক বাগান এবং অন্যদিক পাইন জঙ্গল দিয়ে ঘেরা । এই দুটিকে একসঙ্গে যুক্ত করছে পায়ে হাঁটা খিলান সাঁকো ইন্দ্রেনি পুল লেকটিকে ঘিরে থাকা সাড়ে তিন কিমি লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সূদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় । লেকের জলে নৌকাবিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করায় আছে এক অনাবিল আনন্দ ।
যাওয়া মিরিকের সবচেয়ে কাছের বিমানবন্দর বাগডোগরার দূরত্ব ৫২ কিমি(৩০ মাইল) এবং শিলিগুড়ি সন্নিহিত নিউ জলপাইগুড়ি- সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন ।

মিরিক থেকে অল্পসংখ্যক বাস শিলিগুড়ি ও দার্জিলিং যাতায়াত করে । মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার টাক্সি চালু আছে যার ভাড়া যাত্রীপ্রতি ৬০ টাকা । ব্যক্তিগতভাবে টাক্সি ভাড়া করা যায় ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে । দার্জিলিং মোটর স্টান্ড থেকে মিরিকের কৃষ্ণনগর(মিরিক লেকের ঠিক পাশেই) পর্যন্ত শেয়ার টাক্সি চালু আছে (ভাড়া একই) । এটি মিরিক ট্যুর ও ট্রাভেলস দ্বারা পরিচালিত । মিরিকের মধ্যেও ভ্রমণ করার জন্য শেয়ার টাক্সি চালু আছে মিরিক লেক থেকে মিরিক বাজার পর্যন্ত।


থাকা ডি জি এইচ সি-র ট্যুরিস্ট হোটেল আর ডে সেন্টার রয়েছে মিরিকে। জেলা পরিষদের ডাকবাংলোও আছে। আর আছে বেশ কিছু বেসরকারি হোটেল। ব্লু লেগুন হোটেলটির বুকিং পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর থেকে করা যায়। জোড়পোখরিতে ডি জি এইচ সি-র ট্যুরিস্ট লজ আছে। লেপচাজগত-এ থাকার জন্য রয়েছে বনবিভাগের নেচার এডুকেশন অ্যান্ড ওয়াইল্ডারনেস রিসর্ট।


0 comments: