একক সন্ধ্যে স্নিগ্ধ আলোতোমায় ছুঁলে অবাক হই...
তুমি নিশি রাত, অমাবস্যায়;চির-পূর্ণিমা খুঁজবোই...
তুমি নিশি রাত, অমাবস্যায়;চির-পূর্ণিমা খুঁজবোই...
একলা পথ-হাঁটায় ক্লান্তি’কুয়াশা যেই জীবন দায়ী...
তুমি এসে গাও, দীর্ঘান্তরা... লীনতাপী মন উদ্বায়ী!
তুমি এসে গাও, দীর্ঘান্তরা... লীনতাপী মন উদ্বায়ী!
খাদ-খাদকের বিলম্বনায়...চেয়েছি কি? পাইনা তোষ;
ভালোবাসাবাসি উপসর্গতে,না বাসলেও কার কি দোষ!
ভালোবাসাবাসি উপসর্গতে,না বাসলেও কার কি দোষ!
আড়কে মুড়ে রেখে দিতেই,বেশ হত ঠিক উদাসীন!
ভাবার বেলা ভুল হয়ে যায়,রাত যাক, ফের আসছে দিন।
ভাবার বেলা ভুল হয়ে যায়,রাত যাক, ফের আসছে দিন।
হারিয়ে পাতা অনুভবের... বাঁকা পথ জুড়ে রক্তপাত!
এক ঝলকের হালকা শীত, অভিমান এসে চেনায় জাত...
এক ঝলকের হালকা শীত, অভিমান এসে চেনায় জাত...
হৃদয় বোঝে টানাপোড়েন, নাগাল বোঝে বোলচাল;
সময় যদি দুজনকে চায়!পরিযায়ী মন উত্তাল...
সময় যদি দুজনকে চায়!পরিযায়ী মন উত্তাল...
বাতাস ভাসায় কানের দুল,শব্দ জুড়ে ক্ষিদের স্তুপ...
আমায় ঘিরে থাকবে নাকি?আমি শীতাতপ, নিশ্চুপ...
উদাত্তস্বর বলতে থাকে,যেভাবে চোরাবালিতে কেউ;আমায় ঘিরে থাকবে নাকি?আমি শীতাতপ, নিশ্চুপ...
জীবনবোঝায়‘আমি-তুমি’ নয়,অসময় ঘেরা সময়কেও...
**************
![]() |
ছবি ও লেখা-সুজয়নীল
|
[পরিচিতি-অঙ্ক নিয়ে পড়াশুনা। নিয়মিত
লেখার অভ্যেস । কবিতা, গল্প, নাটক নিয়ে এফ.এম.-এ বিভিন্ন
কাজ করার অভিজ্ঞতা।
ভয়েস ওভার ছাড়াও বাংলা শব্দ নিয়ে কাজ করতে ভালবাসেন। 'শব্দবাজি' নামে বাংলা
শব্দের খেলা দলের সাথে বর্তমানে যুক্ত।]
0 comments: