শিরোনাম
Showing posts with label জলসাঘর. Show all posts
Showing posts with label জলসাঘর. Show all posts

হলিউডে হৃতিক রোশন

ছবি- গুগল 
অবশেষে বলিউডি বিনোদন ছাড়িয়ে এবার হলিউডে পা রাখছেন ড্যান্স কিং হৃতিক রোশনযদিও তিনি এখন ব্যস্ত রয়েছেন আশীষ গোয়াড়িকর পরিচালিত মহেঞ্জোদারো সিনেমার শুটিং নিয়ে। শুটিং শেষ হলেই চলতি বছরই হলিউডে নিজের উপস্থিতি জানান দেবেন তিনি। হলিউড প্রসঙ্গের সত্যতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,হ্যাঁ,এ বছর হলিউডে আমার একটি প্রজেক্ট আছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছেন না তারকা অভিনেতা।  এর আগেও গুঞ্জন উঠেছিল,হৃতিক হলিউড পরিচালক রব কোহেনের সঙ্গে কাজ করবেন। যদিও শেষ পর্যন্ত সেটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার তিনি নিজেই শিকার করলেন তার হলিউড মিশনের কথা। 

ঘোর বাস্তবের ছবি “সুখতারা”

ছবি- সৌজন্যে সুখতারা টিম। 
এই সুখতারা আকাশের কথা বলে না। এ সুখতারা বলে বাস্তবের কথা। সুখতারা একটি স্বপ্ল দৈর্ঘ্যের কাহিনী চিত্র। অনির্বাণ কর এবং ময়ূখ মুখার্জীর উদ্যোগে বানানো সুখ্তারার মূল বক্তব্য হল, বর্তমান সমাজে জৈবিক চাহিদা পূরণের জন্য ধর্ষণ বা স্ত্রীলতাহানি ঘটে চলে অহরহ। কিছু মানুষের ক্ষণিকের এই বিকৃত আনন্দ কি ভাবে যে একটি মেয়ের সমগ্র সত্তাকে আঘাত করে তার খবর খুব একটা কেউই রাখেনা। কিভাবে লোকচক্ষুর আড়ালে ঘটে যাওয়া একটি অপরাধ সৃষ্টি করে অন্য আর একটি অপরাধের তার বর্ণাই করা হয়েছে কাহিনী চিত্র  সুখতারাতে।
সুখতারায় প্রত্যেকেই নতুন মুখ। তাই নতুন কিছু কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে সে আশা করা যায়। সুখতারার পরিচালনায় ময়ূখ মুখের্জী ও সম্পাদনায় পল্লব গলুই। এছাড়াও অভিনয়ে আছেন পুরবী সেনগুপ্ত,অভিরূপ রায়চৌধুরী,ময়ূখ মুখার্জী প্রমুখ। সঙ্গীত পরিচালনায় ভিকি, আয়োজনে জন পল।
পরিচালক ময়ূখ মুখার্জী বলেন, সমগ্র কাহিনী চিত্রে যেহেতু কোন প্রকার উত্তেজক সিন নেই তাই সেক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের জন্য ও সুখতারা সমান গ্রহণ যোগ্য।  
সুখতারার ট্রেলার.................


ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মানলেন বিখ্যাত অভিনেতা আশরাফ-উল-হক

ছবি- গুগল 
গতকাল মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুকরে খ্যাত অভিনেতা ৪৫ বছর বয়সী আশরাফ-উল-হক। আশরাফ গত ২ বছর ধরে অস্থিমজ্জা সিন্ড্রোম-এ ভুগছিলেন। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও ৯ বছরের ছেলেকে। আশরাফের মৃত্যুতে শোক্সস্তবদ্ধ গোটা বলিউড।
১৯৯৭ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক হন। সিনেমায় আসার আগে তিনি দিল্লিতে বিভিন্ন থিয়েটার গ্রুপের সাথে যুক্ত ছিলেন। আশরাফের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হল ফুকরে এবং ট্রাফিক সিগনাল। এছাড়াও ডেলহি বেলি,পান সিং তমর, চিটাগাং, ব্ল্যাক ফ্রাইডে, কোম্পানি,জাঙ্গল,রাভন সহ বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আশরাফের মৃত্যুতে তাঁর সবচেয়ে কাছের বন্ধু অনুরাগ কাশ্যপ শোক জ্ঞাপন করে জানিয়েছেন বলিউড আজকে তার সবচেয়ে প্রতিভাবান অভিনেতাকে হারাল

বাপরে বাপ

 ধন্যি অভিনয়!!!! প্রাচী পাঠক-কে দেখে ভয় পেয়ে গেল এক খুদে
প্রাচী পাঠক নামটা বোধহয় ঠিক পরিচিত ঠেকছে না, তাই তো  একটি বেসরকারী চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান' --- সেখানে তেজস্বিনী নামক এক খল নারী চরিত্রে অভিনয় করছেন প্রাচী  এবারে  নামটা চিনতে খুব অসুবিধা হবার নয়
তেজস্বিনী চরিত্রে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া জাগিয়েছেন প্রাচী  যাক গে রাউন্ড না মেরে আসল ঘটনাটার কথা বলি  'উড়ান' ধারাবাহিকের সেটে ছোট্ট স্পন্দন তথা চকোরকে ভয় দেখাচ্ছে তেজস্বিনী  এমন দৃশ্যের শুটিং চলছিল  তা ভালো চলুক না  কিন্তু ইতিমধ্যে শুটিং সেটে সকলের চোখ এড়িয়ে কখন ঢুকে পড়েছে  এক খুদে  আর পড়বি তো পড় তার চোখেই পড়ে গেল গোটা সিনটা  আর তখন- হয়ে গেল মুশকিল

পুছো কিউ ? সে তো আর অত কিছু বোঝে না সে তো শুধুই বুঝলো যে ভয়ংকরী এক মহিলা একটা ছোট মিষ্টি মেয়েকে ভয় দেখাচ্ছে তার উপর অত্যাচার করছে ব্যাস আর যাবে কোথায় সেই খুদের চোখ বেয়ে ভয়ে , রাগে , দুঃখে সব মিলিয়ে অঝোরে জল  পড়া শুরু হলো
জল অবশ্য বেশিদূর গড়ায়নি চকোর তথা স্পন্দন- গোটা ব্যাপারটাকে সামলে দেয় নিজে  দায়িত্ব  নিয়ে সেই খুদেকে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়
পুরো ঘটনাটা দেখে প্রাচীর প্রতিক্রিয়া কি ? ''ওরে বাবা ! বাচ্চাটা তো ভেবেই নিয়েছিল যে আমি সত্যিকারের একজন খারাপ মানুষ  পরে স্পন্দন ওকে আসল ব্যাপারটা বুঝিয়ে দিলে তবে শান্তি এবারে হয়ত সব খুদেরাই আমাকে ঘৃনা করতে শুরু করবে  ''   এমনটাই বক্তব্য প্রাচীর 
খুদের প্রতিক্রিয়া দেখে একটু চিন্তিত হলেও 'উড়ান' ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে দারুন  সিরিয়াস এই অভিনেত্রী নেগেটিভে চরিত্র করতে ভারী ভালবাসেন প্রাচী  কিন্তু পজিটিভ চরিত্রেও তাঁর অভিনয় রীতিমত উল্লেখযোগ্য যা দেখে আগেও মুগ্ধ হয়েছেন দর্শকরা  তবে সব দেখে শুনে এটা কিন্তু বলতেই হচ্ছে যে তেজস্বিনী রূপে  প্রাচী লাজবাব   

লেখা- কুমকুম  

সেলমার মনোনয়ন ঘিরে অস্কারে বর্ণবৈষম্যর বিতর্ক

অস্কার কমিটি নাকি বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে এমনই অভিযোগ উঠছে। কারণ এ বছর অস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর তালিকায় স্থান পাওয়া ২০ জন শিল্পীই শ্বেতাঙ্গ। তাই সবার মুখে এখন একটাই প্রশ্ন,এবারের অস্কার অ্যাওয়ার্ড কি তাহলে শুধুই শ্বেতাঙ্গদের জন্য?

এর আগেও ১৯৯৮ সালে এমন বিতর্ক হয়েছিল। এবারের বিতর্ক শুরু হয় ২০১৪ সালে মুক্তি পাওয়া সেলমা ছবিটিকে ঘিরে। মার্টিন লুথার কিং জুনিয়র -এর জীবনীর আঁধারে তৈরি ছবিটি চলচিত্র সমালোচকদের অনেক প্রশংসা কুড়ায়। কিন্তু শুধু সেরা ছবি আর সেরা সংগীতের মনোনয়ন ছাড়া আর সব বিভাগেই ছবিটিকে উপেক্ষিত রাখা হয়। তাই অন্যান্য বিভাগে সেলমার অনুপস্থিতি প্রশ্ন তোলে ৮৭তম অস্কার মনোনয়নের স্বচ্ছতা নিয়ে। অনেকেই বলছেন বর্ণবৈষম্যের মনোভাব একাডেমি অ্যাওয়ার্ডস কমিটির সদস্যদের মধ্যেই রয়েছে।
সেলমাকে ঘিরেই বিতর্ক দানা বেধেছে।


বছর তিনেক আগের একটি সার্ভে থেকে জানা যায়,একাডেমি অ্যাওয়ার্ডস সদস্যদের মধ্যে ৯৪ শতাংই শ্বেতাঙ্গ। তাই তড়িঘড়ি পরের বছরই একাডেমি অ্যাওয়ার্ডস তাদের কমিটিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিযুক্ত করেন। কিন্তু তা সত্বেও এড়ানো গেলনা বর্ণবৈষম্যর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই আগামী ২২শে ফেব্রুয়ারী হলিউডে বসবে বিশ্ব সিনেমার সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শো। 

বিনামূল্যে মুভি দেখুন অনলাইনে

ষোলো আনা সত্যি কথা। একটুও জল নেই তাতে। সিনেমার খুঁটিনাটি জাদের হাতে তারা হয়ত এতদিনে জেনেও গেছেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি ১৬ জানুয়ারি শুক্রবার থেকে অনলাইনে ২০টি ফরাসি ছবির একটি চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে একটিও পকেটের টাকা না খসিয়ে।সাইটটির নাম www.halfticket.tv এক মাস ধরে চলবে এই  সিনেমা উৎসব।
ইউনিফ্রান্স ফিল্মসের সহায়তায় ভারতীয় দর্শকদের জন্য এখনকার মোট ২০টি বাছাই কারা সিনেমা রাখা হয়েছে চলচ্চিত্র উৎসবে।যার মধ্যে ১০টি পূর্ণ দৈর্ঘ্যের ও ১০টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা রয়েছে।যেমন-
ওলিভেয়ের পেইয়োঁ পরিচালিত 'How I Came To Hate Math', এলেন কাতের ও ব্রুনো ফোর্জানি পরিচালিত ' The Strange Color Of Your Body's Tears' এবং তোমাস লালতি পরিচালিত 'Hippocrate' এবং  Eastern Boys- পরিচালক রোব্যাঁ কাম্পিয়ো, Gazelles- পরিচালক মোনা আশাশ,  Miss and the Doctors- পরিচালক অ্যালেক্স রোপের,  Fool Circle-পরিচালক ভ্যাঁসঁ মারিয়েত, A Place on Earth- পরিচালক ফ্যাবিয়েন গোদে, All About Actresses- পরিচালক মাইওয়েন বেস্কো, Vandal- পরিচালক আলিয়ের সিস্তের্ন।

উৎসবের বাকি ছবি গুলি দেখতে ক্লিক করুণ www.halfticket.tv লিঙ্কে।

২০১৪ সালের নিকৃস্টতম ছবির জন্য রেজ্জি অ্যাওয়ার্ডের তালিকা ঘোষনা

রেজ্জি অ্যাওয়ার্ডের রেপ্লিকা। ছবি -গুগল
প্রতিবছর হলিউডের সেরা নয়,সবচেয়ে বাজে ছবিগুলোকে অ্যাওয়ার্ড দেওয়ার রীতি আছে। আর এই অ্যাওয়ার্ডটি দেয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৮০ সালে আমেরিকান প্রকাশক জন জে.বি. উলসন এই ফাউন্ডেশনের সূচনা করেন। ১৯৮১ সালের ৩১শে মার্চ জন জে.বি. উলসনের লিভিং রুম-এ প্রথমবার ১৯৮০ সালের সবচেয়ে নিকৃস্ট মানের ছবিকে গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডকে সংক্ষেপে রেজ্জি অ্যাওয়ার্ড-ও বলা হয়।
এবছর রেজ্জি অ্যাওয়ার্ডের ৩৫তম আসর বসতে যাচ্ছেঅস্কার আসরের ঠিক এক দিন আগে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে রেজ্জি বিজয়ীদের নামবাজে ছবির দৌড়ে রেজ্জি অ্যাওয়ার্ডের এ বছরের মনোনয়ন তালিকার শীর্ষে রয়েছে ট্রান্সফরমার্স:এজ অব এক্সটিঙ্কশনট্রান্সফরমার্স-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস,লেফট বিহাইন্ড,সেভিং ক্রিসমাস ও লিজেন্ড অব হারকিউলিকস
বাজে অভিনেতার তালিকায় র‍য়েছেন নিকোলাস কেজ (লেফট বিহাইন্ড), কির্ক ক্যামেরন (সেভিং ক্রিসমাস), কেলান লুটজ (লিজেন্ড অব হারকিউলিকস), সেথ ম্যাকফারলেন (আ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট) ও অ্যাডাম স্যান্ডলার (ব্লেন্ডেড)।

বাজে অভিনেত্রীর তালিকায় রয়েছেন ড্রিউ বেরিমূর (ব্লেন্ডেড), ক্যামেরন ডায়াজ (দ্য আদার ওয়োম্যান এন্ড সেক্স টেপ), মেলিসা ম্যাকার্থি (টাম্মি), শার্লিজ থেরন (আ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট) এবং গাইয়া উইস (লিজেন্ড অব হারকিউলিকস)। 

রণবীর-ক্যাটের আংটি বদল?

ছবি- গুগল
সেই ২০০৯ সালে “‘আজব প্রেম কি গজব কাহানি ছবিতে জুটি বেঁধে অভিনয় করার পর থেকেই ক্যাট-রণবীরের প্রেমের জোর আওয়াজ ওঠে। তারপর বেশ কিছু বছর ধরে প্রেম নিয়ে তারা লুকোচুরি খেলেন সবার সাথে। যদিও মিডিয়াতে একাধিক বার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ পায়। অবশেষে প্রেমের খবর স্বীকার করে ২০১৩ র নভেম্বর মাসে মুম্বাইয়ের কার্টার রোডে লিভইন শুরু করেন এ জুটি।  এর পর থেকেই বিয়ের খবর ছড়ায় বলিউডের আকাশে।

এখন নতুন খবর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাগদান সম্পন্ন করলেন তারকা যুগল! অন্তত এমন খবর বলিউড টাউনে। লন্ডনে গত ৩০ ডিসেম্বর বাগদান পর্ব সেরেছেন রণবীর-ক্যাটরিনা। সম্প্রতি রণবীর-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন পালনের জন্য লন্ডন গিয়েছিলেন ক্যাটরিনা। পরে সেখানে যান রণবীর। সেখানেই রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়। জুটির পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংও ছিলেন সেখানে। তবে রণবীর কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে এখন পর্যন্ত বাগদানের বিষয়টি নিয়ে কোন মন্তব্য করা হয়নি। 

পাইলট হবার ইচ্ছে ছিল রতি পাণ্ডের

রতি পাণ্ডে - নামটা চেনা চেনা লাগছে কি ? 'ইন্দিরা দিদি' -- এবার মনে হয় একটু একটু চিনি চিনি থুড়ি জানি জানি মনে হচ্ছে। এক বেসরকারী চ্যানেলের বিখ্যাত ধারাবাহিক --- যেখানে নাম ভূমিকায় দেখা গিয়েছিল রতি পাণ্ডেকে। এছাড়া এক সময়ের প্রেমের মিষ্টি ধারাবাহিক 'মিলে যব হম তুম'এ 'নূপুর'-এর চরিত্রে রতির অভিনয় মন কেড়ে নিয়েছিল সকলের।এহেন রতির চরিত্রের কিছু অজানা দিকের হদিশ দিল  বাংলাzine আজকে।
মা-বাবাকে ভীষণ ভালবাসেন রতি।তাদের হারাবার ভয়ে তিনি সদাই কাতর।মেয়ের  বেজায় মাথা গরম।নাকের গোড়ায় যেন রাগ থাবা গেঁড়ে বসে আছে।অভিনয়ের পাশাপাশি রতি ম্যাডামের রয়েছে আরও  প্রতিভা।ভারী মিষ্টি গলা তার।গানে ভুবন ভরিয়ে এখনো দিতে না পারলেও আশেপাশের লোক-জনকে মাতোয়ারা করে দিতে পারেন রতি নিমেষেই।ছোটবেলায় অভিনেত্রী নয় স্বপ্ন দেখতেন পাইলট হওয়ার।মাথা গরমের মেয়ে হলেও মজা করতে রতি ভারী ভালবাসেন।এক কথায় দারুণ আমুদে তিনি।জিন্স আর শার্ট পরতেই বেশি ভালবাসেন রতি। আর ইন্দিরা দিদির প্রিয় রং? সফেদ আবার কি!নানা ধরনের হ্যান্ড ব্যাগ কেনা রতির প্যাশন বলা যেতে পারে।

লেখা- শঙ্খচূড়      

সাত দিন ধরে পালন হবে সালমান খানের জন্মদিন

ছবি- গুগল 
সাল্লু মিয়াঁর সব কিছুতেই থাকে বাড়তি চমক। সে প্রেম করাই হোক বা বোনের বিয়ে কোনটাই সাদামাঠা ভাবে উৎরে দিতে পছন্দ করেন না তিনি। তাই সালমান খানের ৪৯তম জন্মদিন টাও যে একটু বিশেষ হবে সেটাই তো স্বাভাবিক। সালমানের পানভেল ফার্ম হাউসে ঘটা করে তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। যানা গেছে সাত দিন ধরে চলবে মিয়াঁ সাহেবের জন্মদিনের পার্টি।

জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ হাজির হন তাঁর পরিবারের সদস্যসহ বন্ধু ও সহকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন সোনাক্ষী সিনহা,প্রিয়াঙ্কা চোপড়া,অজয় দেবগণ,ইমরান খান, রিতেশ দেশমুখ,বিদ্যা বালান,করণ জোহর,মিনিষা লাম্বা,স্নেহা উল্লাল,হিমেশ রেশমিয়া, কুণাল খেমু,সোহা আলী খান,গওহর খান,সোফি চৌধুরী,সুরভীন চাওলা প্রমুখ। আরও যানা গেছে যে,কাজ থেকে ছুটি নিয়ে শুক্রবার রাতেই পানভেল পৌঁছেছেন সালমান। সেখানে তিনি ৩ জানুয়ারি পর্যন্ত থাকবেন। জন্মদিন পালনের সাথে নতুন বছরকেও স্বাগতম জানাবেন খান সাহাব।
ছবি ও সুত্র- এনডিটিভি








*******************

কাপুর পরিবার থেকে কি বাদ যাচ্ছেন ক্যাটরিনা!

ছবি গুগল 
ক্যাটরিনা কাইফের ও রণবীর কাপুর এর প্রেমের খবর এখন সব্বাই জানেন। দীর্ঘ দিনের প্রেম পর্বের পরে হট জুটির লিভইন এর ব্যাপারও নতুন করে বলার কিছু নেই। তাই  ক্যাট যে কাপুর পরিবারের নতুন সদস্য হতে চলেছেন সেটাই সবাই ভাবছেন। কিন্তু বিষয় টাকি অতটাই সহজ? কথা ছিল, কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে এবারের বড়দিন পালন করবেন ক্যাটরিনা। কিন্তু শেষ পর্যন্ত লন্ডনে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন ক্যাট। আর ক্যাটকে ছাড়াই মহা ধুমধামে মুম্বাইয়ের পালি হিল এলাকায় কৃষ্ণরাজ বাংলো বাড়িতে বড়দিনে মাতলেন রণবীর। কাপুর পরিবারের সদস্যরা ছাড়াও বলিউডের অনেক রথী-মহারথীই হাজির ছিলেন সেখানে।
অনেক আগে থেকেই  নিজেদের বাড়িতে জমকালো পার্টির আয়োজন করেন রণবীর।সেখানে প্রেমিকা ক্যাটরিনার থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মা ও বোনদের সঙ্গে বড়দিন উদযাপন করতে লন্ডন উড়াল দেন। শেষ পর্যন্ত প্রিয়তমাকে ছাড়াই বড়দিন উদযাপন করেন রণবীর ও তার পরিবার।
নভেম্বর মাসে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা এক ছবিতে ক্যাটরিনা থাকলেও পরে তাকে কেটে বাদ দিয়ে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন নিতু সিং।এ ছাড়া দিন কয়েক আগেও তিনি রণবীর-ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশয় প্রকাশ করেন।এর ফলে খবর ছড়ায়,তাহলে ক্যাটকে কি পরিবারের সদস্য ভাবতে পারছেন না রণবীরের মা নিতু!এবার বড়দিনের জমকালো পার্টিতে হঠাৎ করে ক্যাটরিনার অনুপস্থিতি নতুন করে প্রশ্নকে উস্কে দিল। শেষ পর্যন্ত ক্যাটরিনা আনুষ্ঠানিকভাবে বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের সদস্য হতে পারেন কিনা সেই উত্তর সময়ের সাথেই পাওয়া যাবে। 
সুত্র- এনডিটিভি
ছবি- রেডিফ.কম
কাপুর পরিবারের পার্টিতে আসা অতিথিরা  

সাইফ আলী খান ও কারিনা কাপুর

রণবীর কাপুর

কারিশমা কাপুর ছেলে কিআন এবং মেয়ে সামিরা

ঋষি এবং নিতু কাপুর কন্যা ঋদ্ধিমা, জামাই ভারত সাহনি এবং নাতনী সামারা সঙ্গে 

রান্ধির কাপুর ও সঙ্গে শাসি কাপুরের ছেলে কুনাল 

রাজ কাপুর এর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর

শাম্মী কাপুর এর স্ত্রী নেইলা দেবী

রান্ধির কাপুর এর স্ত্রী ববিতা উপস্থিত ছিলেন


রাজ কাপুর কন্যা রিমা জৈন সঙ্গে স্বামী মনোজ জৈন 

শাম্মী কাপুর এর পুত্র আদিত্য রাজ কাপুর সঙ্গে স্ত্রী প্রীতি 

শশী কাপুর ছোট ছেলে করণ সঙ্গে কাপুর কন্যা আলিয়া