শিরোনাম

ঘোষিত ভারতের বিশ্বকাপ দল

ছবি-গুগল
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষনা করলো বিসিসিআই। স্বাভাবিক ভাবেই এই বিশ্বকাপেও ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি কে। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন বিরাট কোহলি। তবে সবচেয়ে বড় চমক অক্ষ প্যাটেল আর স্টুয়ার্ট বিনির বিশ্বকাপ দলে ঢুকে পড়া। তরুণ মুখ স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেলকে বিশ্বকাপ দলে রেখে খানিকটা চমক দিলেন ভারতীয় দলের নির্বাচকেরা।
স্টুয়ার্ট বিনি ও অক্ষর প্যাটেল সুযোগ পেলেও ভাগ্য খুললোনা যুবরাজ সিং এর। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা যুবরাজ সিং রঞ্জি ট্রফিতে টানা তিনটি সেঞ্চুরি করেও মন গলাতে পারলেননা ভারতীয় নির্বাচকদের। যুবরাজের সাথে রবিন উথাপ্পা এবং মুরালি বিজয়ও উপেক্ষিত রয়ে গেলেন আসন্ন বিশ্বকাপ দলে। অন্যদিকে চোট থাকা স্বত্বেও ভারতীয় দলে ডাক পেয়েছেন রবীন্দ্র জাদেজা। চোটের কারণে ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে না থাকলেও আছেন বিশ্বকাপ দলে।
ইশান্তের সঙ্গে ভারতের পেস আক্রমণে থাকবেন উমেশ যাদব, ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ সামি। ভারতের স্পিন অ্যাটাকের দায়িত্বে থাকবেন রবিচন্দন অশ্বিন। তবে বরাবরের মতোন এই বিশ্বকাপেও ভারতের প্রধান অস্ত্র ব্যাটিং।শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে,রোহিত শর্মা,বিরাট কোহলি,ধোনি,অমবাতি রাইডু ও সুরেশ রায়না থাকবেন প্রতিপক্ষের বোলারদের পরীক্ষা নিতে।
প্রসঙ্গত আগামী ১৫ই ফেব্রুয়ারি, রবিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপের যাত্রা শুরু করবে ধোনি বাহিনী।
ভারতের বিশ্বকাপ দল:

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা,সুরেশ রায়না,আমবাতি রাইডু, রবীন্দ্র জাদেজা,অক্ষর প্যাটেল,স্টুয়ার্ট বিনি,রবিচন্দন অশ্বিন,মোহাম্মাদ সামি,উমেশ যাদব,ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা।

0 comments: