শিরোনাম

পাঁচ ফোড়ন: পঞ্চম ফোড়ন-পথ নাটক

পাঁচ ফোড়ন
পথ নাটক মানেই যে পথে দাড়িয়ে যা হোক কিছু একটা করে দেওয়া, তা না। নাচ, গান, অভিনয় ও তাৎক্ষণিক সংলাপের দ্বারা, বহু বছর ধরে বার্তা প্রচার ও সরাসরি মানুষের মাঝে নিজেদের উদ্দেশ্যকে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হোল পথ নাটক। সেই ১৯৭০ সাল থেকে শুরু করে এটি রাজনৈতিক প্রচারের এক প্রধান অস্ত্র হয়ে ওঠে। তারপর এই নাট্য ধারার রূপান্তর ঘটে বাদল সরকারের হাতে। ১৯৬৭ সালে উনি গঠন করেন শতাব্দী যা ১৯৭১ সাল থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে।
সেই থেকেই পথ নাটক শুধু মাত্র রাজনৈতিক বার্তার প্রচার মাধ্যম হিসাবে নয়, মনোরঞ্জনের ও এক মূল মাধ্যম হয়ে ওঠে। শহর ও শহরতলির নানান জায়গায় আজো এই নাট্য ধারার চর্চা করা হয়। বহু দল আছে যারা দিনের পর দিন এই নিয়েই অসম্ভব ভালো কাজ করে যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে একটা ফাঁক থেকে জাওয়ায় তাদের কাজ মানুষের চোখে পড়ছে না। পথ নাটক বেঁচে থাকা সত্ত্বেও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই উড়োতারের এক ছোট্ট প্রয়াস, পাঁচ ফোড়ন।
 পঞ্চম ফোড়ন-পথ নাটক 


২২ ও ২৩ শে নভেম্বর মোহর কুঞ্জ ও মেট্রোপলিস মল এ ২ দিন ধরে পাঁচ ফোড়নে থাকবে ৫তি নাট্য দল যারা আজকের দিনে দাড়িয়েও পথ নাটক নিয়ে কাজ করে চলেছে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে থাকবে বালার্ক, নটমন, খড়দা থিয়েটার জোন এবং বাদল সরকারের শতাব্দী। সঙ্গে উড়োতার তো আছেই।

0 comments: