মহম্মদ আজজারউদ্দিন। ছবি –গুগল।
|
মিলখা সিং,
মেরি কম, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সিনেমা হয়েছে বলিউডে। যার মধ্যে মিলখা সিং-এর
উপর বানানো ‘ভাগ মিলখা ভাগ’ ও মেরিকমের জীবনীর উপর বানানো
চলচিত্র ‘মেরিকম’ মুক্তি পেয়েগেছে। কয়েকদিনের মধ্যেই মুক্তি
পাচ্ছে ‘ধোনি’। এবার পালা আজহারউদ্দিনের। আর আজহারের জীবনি নিয়ে সিনেমা বানানোর কাজ শুরু
করে দিয়েছেন একতা কাপুরের বালজী প্রোডাক্শন। আজহারের চরিত্রে অভিনয়
করার কথা ইমরান হাশমির। ইমরান হাশমির পাশাপাশি প্রাচী দেশাইকে দেখা যেতে পারে আজহারের প্রথম স্ত্রী নওরীনের ভূমিকায়।
এছাড়াও শোনা যাচ্ছে সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করার জন্য করীনা কাপুরের সাথে
কথা-বার্তা অনেক দূর এগিয়েছে।
ছবিতে আজহারের ক্রিকেটীয় ক্যারিয়ারের পাশাপাশি উঠে
আসবে তাঁর ব্যাক্তিগত জীবনও। কারণ আজহারের জীবনের দুটি ইনিংসই উত্থান-পতন আর বৈচিত্র্যে ঠাসা। দীর্ঘদিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন,আবার
ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই ক্রিকেটারকে। যাঁর ফিল্ডিং এবং
অসাধারন ব্যাটিং স্টাইল এখনও বহুল চর্চিত। ক্রিকেটকে বিদায় জানানোর পরে এসেছেন
রাজনীতিতেও। ব্যাক্তিগত জীবনও খুব একটা সুখের ছিলনা আজ্জুর। প্রথম স্ত্রী নওরীনের সঙ্গে তালাক। তারপর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলে আয়াজের মৃত্যু। বাস্তবেই আজ্জুর জীবন যেন একটা রোমাঞ্চকর সিনেমার
চিত্রনাট্য। আর এই বাস্তব চিত্রনাট্যকেই সিনেমার রূপ দেবেন পরিচালক টনি ডি’সুজা।
0 comments: