![]() |
এলানো ব্লুমার। ছবি গুগল।
|
৮ গোল করে
ট্যুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ অ্যাওয়ার্ড জিতলেন চেন্নাইয়ান এফসি-এর স্ট্রাইকার এলানো ব্লুমার।
![]() |
ইয়ান হিউম। ছবি গুগল।
|
![]() |
সন্দেশ ঝিংগান। ছবি গুগল।
|
ট্যুর্নামেন্টের
‘এমার্জিং প্লেয়ার’ অ্যাওয়ার্ড পেলেন কেরল ব্লাস্টার্স-এর
নির্ভরযোগ্য ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিংগান।
![]() |
জান সেডা। ছবি গুগল।
|
![]() |
কোস্তাস কাতসৌরানিস। ছবি গুগল।
|
এফসি পুণের
গ্রিক মিডফিল্ডার কোস্তাস কাতসৌরানিস অ্যাটলেটিকো দে কোলকাতার বিরুদ্ধে ৪০ গজ দূর
থেকে করা অনবদ্য গোলের জন্য জিতেনিলেন গোল ‘অব দ্যা লিগ’ অ্যাওয়ার্ডটি।
![]() |
জান স্টোঁহানজল। ছবি গুগল।
|
মুম্বই সিটি এফসি-এর জান স্টোঁহানজল
পেলেন ‘ফিটেস্ট প্লেয়ার অব দ্যা লিগ’ অ্যাওয়ার্ড।
![]() |
লুইস গার্সিয়া। ছবি গুগল।
|
সবচেয়ে বেশি
ফ্যান ফলোয়িং এর জন্য ‘মোস্ট এক্সসাইটিং প্লেয়ার অব দ্যা লিগ,
অ্যাওয়ার্ডটির মালিক হলেন চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দে কোলকাতার অধিনায়ক লুইস
গার্সিয়া।
![]() |
আলেসান্দ্রো দেল পিয়েরো। ছবি গুগল।
|
‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। এই ট্রফিটি পকেটে
ফুটবলের রাজপুত্র ইতালির সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ও দিল্লি ডায়নামোসের
মার্কি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো।
![]() |
কেরলা ব্লাস্টার্স-এর সাপোটার্স। ছবি
গুগল।
|
সবচেয়ে বেশি
সাপোর্টার মাঠে আসার জন্য ‘বেস্ট ফ্যান’ অ্যাওয়ার্ডটির দাবীদার হল কেরলা ব্লাস্টার্স।
0 comments: