২০১৩ সালের ২রা সেপ্টেম্বর থেকে কলকাতার মিউজিকাল ব্যান্ড
গ্রুপ গুলির রিহার্স্যাল করার অন্যতম সেরা ঠিকানা হল বাঁশদ্রোনীর ‘সাইলেন্ট ড্রিমজ’। অত্যাধুনিক মিউজিকাল ইক্যুইপমেন্ট
এবং যথাযথ রুম অ্যাকুইস্টিক অনুযায়ী তৈরি ‘সাইলেন্ট ড্রিমজ’এর দরজা রিহার্স্যাল করার
জন্য ২৪X৭ খোলা থাকে।
সাইলেন্ট ড্রিমজ স্টুডিয়োতে রিহার্স্যালের জন্য ‘ইয়ামাহা এমএসআর 250 স্টুডিয়ো পিএ’(২টি), ‘ইয়ামাহা এমজি 166 সিএক্স
মিক্সার’, পিভি ব্যান্ডিট 112 গীটার
অ্যাম্প’(২টি), ‘পিভি ম্যাক্স ১১০ বেস অ্যাম্প’আর ‘সোনর স্মার্ট ফোর্স ড্রাম
কিট’ সরবরাহ করা হয়।
এখানে মিউজিকাল সেশন গুলিতে পুরানো হিন্দি গান ও
চিরাচরিত ফোক্ গান কে একদম নতুন ফর্ম্যাটে রিমেক করার ঐকান্তিক চেষ্টা করা হয়। ইউটিউব
চ্যানেল ‘সাইলেন্টড্রিমজসেশন’এ সাবস্ক্রাইব করলে এই সেশন গুলির
প্রতিটি শো দেখা যাবে।
ইউটিউব ভিডিও-
ইউটিউব ভিডিও-
সুত্র-
পার্থ সিনহা
0 comments: