মাত্র কিছু দিন আগেই স্প্যানিশ ফুটবল
ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন লিওনেল
মেসি। আবারও ইতিহাসের পাতায় জায়গা করলেন
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। বার্সার হয়ে হ্যাট্রিক করে
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন মহাতারকা। ইতিহাস গড়ার পথে
তিনি ছাড়িয়ে গেছেন সাবেক স্প্যানিশ গ্রেট রাউল গঞ্জালেসকে। আর্জেন্টাইন আইকনের ইতিহাসে নতুন নজির গড়লেন।
অ্যাপোয়েলের বিপক্ষে ম্যাচে তিনি মাঠে
নেমেছিলেন ৭১ গোল সঙ্গে নিয়ে। ম্যাচের ৩৭ মিনিটেই রাউলের ৭১ গোলের রেকর্ড
ছাড়িয়ে যান মেসি। ৬৮ ও ৮৭ মিনিটে হ্যাট্রিক পূরণ করে চ্যাম্পিয়নস লিগের ৭৪তম
গোলের ইতিহাস গড়েন মেসি। মেসির এই রেকর্ড আরও একটি কারণে উল্লেখ্য। রাউল ৭১ গোলের
রেকর্ড গড়েন ১৪২টি ম্যাচ। মেসি তাঁকে ছাড়ালেন মাত্র ৯২ ম্যাচেই। ৭০ গোল নিয়ে
মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও ইতিমধ্যে খেলে ফেলেছেন ১০৭ ম্যাচ।
খুব শিগগির হয়তো মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো। তবে ম্যাচের সংখ্যার দিক দিয়ে
কিন্তু অন্য স্থানেই থাকবেন আর্জেন্টাইন তারকা।
মেসির রেকর্ড গড়ার দিন অ্যাপোয়েলকে
৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে মেসির রেকর্ডের পাশাপাশি
সমর্থকদের জন্য সুখবর হয়ে এসেছে লুইস সুয়ারেজের গোল।
অন্যদিকে,চ্যাম্পিয়ন্স লিগে আর এক আর্জেন্টাইনের দাপট। সার্জিও
অ্যাগুয়েরোর হ্যাট্রিকের জোরে বায়ার্ন মিউনিখকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যান
সিটি জিতল ৩-২ গোল। বায়ার্নের হয়ে গোল জাভি আলোনসো ও লিওয়ানডওস্কির।
0 comments: