প্রয়াত ব্রিটিশ
সম্রাজ্ঞী ডায়ানার জন্য নকশা করা ও তাঁর ব্যবহৃত চারটি পোশাক মার্কিন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিলামে উঠতে যাচ্ছে। নিলামকারী সংস্থা জুলিয়েনস
অক্শনস এগুলো নিলামে তুলবে বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বেভারলি
হিলসে এই নিলাম ডাক হবে।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী এই চারটি
পোশাকের মধ্যে তিনটিই প্রস্তুত করেছেন ইংল্যান্ডের প্রক্ষাত ডিজাইনার ক্যাথরিন
ওয়াকার। তিনি ছিলেন প্রিন্সেস ডায়ানার প্রিয় ডিজাইনার ও ঘনিষ্ঠ বন্ধু। আশা করা হচ্ছে, তিনটি পোশাকের
প্রতিটি পোশাক ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে।
আরেকটি সান্ধ্য গাউনের
ডিজাইন করেছেন জান্দ্রা রোডেস। ধারণা করা হচ্ছে, এ পোশাকটি ৮০ থেকে এক লাখ ডলারে বিক্রি হবে।
৫ ও ৬ ডিসেম্বর
জুলিয়েনস অক্শনস ডায়ানার পোশাকের সঙ্গে তাঁর ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসও নিলামে
তুলবে।
0 comments: