ঘুরতে
জাওয়ার সময় জিনিসপত্র কি নেব কি নেবনা সেটা আগে থেকে ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের। লিস্ট
বানিয়ে নিলে তাতে লাগেজের প্রয়োজনীয় জিনিস গোছাতে অসুবিধা হয়না। দরকারি জিনিস গুলো
কোন ভাবেই বাদ পাড়র চিন্তা থাকেনা।
প্রয়োজনীয়
বিষয়-
- ট্রেন/ফ্লাইটের টিকিট হাতে
পাওয়ামাত্র জেরক্স করে নিন। সেক্ষেত্রে অরিজিনাল হারালে বা নষ্ট হলে কাজে লাগবে। অনলাইনে টিকিট বুক ক্ষেত্রে টিকিটের প্রিন্টআউট সঙ্গে
রাখুন। নিজের আইডেনটিটি কার্ড (ভোটার কার্ড,ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) সঙ্গে রাখুন।
- বেশি ক্যাশ ক্যারি না করাই ভাল। ট্র্যাভেলার্স চেক/এটিএম কার্ডে টাকা তুলতে পারবেন। তবে
একটু রিমোট বা অফবিট জায়গায় গেলে ক্যাশ নিয়ে যাওয়াই ভালো।সব টাকা একসাথে
না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে নিন। ক্রেডিট কার্ডের নম্বর টুকে রাখুন।
- খুব ছোট বাচ্চা থাকলে অবশ্যই
ওদের জন্য ফুটানো জল নিন। জিওলিনও নিয়ে নেবেন। আর বড়দের জন্য আলাদা জল না
নিয়ে মিনারেল ওয়াটার বতল নিতে পারেন, তবে বাইরে তাতেও জিওলিন দিয়েনেওয়া ভাল।
- জ্বর,হজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাব ইত্যাদির
ওষুধ ছারাও “ও আর এস” সঙ্গে রাখা উচিৎ।
- অদরকারি জিনিস ফেলতে খবরের কাগজ,প্লাস্টিকের প্যাকেট সঙ্গে রাখুন। অনেক
জায়গায় প্লাস্টিকের ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আছে তা খেয়াল রাখবেন।
নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন।
লাগেজ-পত্র
- কমফটেবল পোশাক নিন। প্রয়োজনের
বেশি পোশাক লাগেজ ভারি করবে। সেক্ষেত্রে সবসময় মাল বওয়ার লোক না পেলে নিজেদের
বইতে হবে। যা ঘোরার মজা নষ্ট করবে।
- মানিবেল্ট নিন। অত্যন্ত দরকারি
কিছু জিনিস তাতে রাখুন, যাতে দরকারি জিনিস সবসময় হাতের কাছে থাকে।
- ক্যমেরার ব্যাটারি ও চার্জারটা
ক্যমেরার বাগেই রাখুন।
মোবাইল চার্জার সঙ্গে নিন। সময় কাটানোর জন্য আইপড,এম পি থ্রি প্লেয়ার নিতে পারেন।
- বড় ব্যাগ/সুটকেসের ওপরে আপনার
কার্ড ভাল করে আটকে দিন। কার্ডে ওপর যেন আপনার নাম-ঠিকানা,মোবাইল নম্বর,ই-মেল লেখা
থাকে।
- প্লেনে মাথাপিছু একটা হ্যান্ডলাগেজই
রাখতে পারবেন। হ্যান্ডলাগেজে টাকাপয়সা, জরুরি কাগজপত্র,টিকিট,বেড়ানোর
গাইডবুক-ব্রোশিওর,দরকারি ওষুধ,চিরুনি,সোপ স্ট্রিপস,লজেন্স,গল্পের
বই এসব নিতে পারেন।
- সঙ্গে টুকটাক খাবার রেখে দেবেন। বাড়ি থেকে
বেরনোর সময় খাবার বানিয়ে নিতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে জড়িয়ে নেবেন,ভাল থাকবে।
- সঙ্গে ছোট্ট বাচ্চা থাকলে তার
জামাকাপড় একটু বেশি করে নিন। এছাড়া বেবিফুড,
বাটি-চামচ,ফিডিং বটল,ডিসপোজেবেল ডায়াপার,বেবি পাউডার-লোশন-ক্রিম,ওয়েট ওয়াইপার, প্রেসক্রিপশন,বেবি
কেরিয়ার নিতে যেন ভুল না হয়।
পাহাড়-ঠাণ্ডার
পোশাক, মাথার টুপি, মাফলার, রুমাল। মজবুত জুতো।রুকস্যাক ও স্লিপিং ব্যাগ সঙ্গে
রাখবেন(ট্র্যেকিং করলে)। সানগ্লাস,সানস্ক্রিন,লিপ বাম। বমি বন্ধ হওয়ার ওষুধ।
সমুদ্র- সমুদ্র
স্নানের জন্য স্টস ও পায়ে চটি। সাঁতার কাটতে চাইলে স্যুইমস্যুট নেবেন। তোয়ালে, সানগ্লাস,সানস্ক্রিন।
বন জঙ্গল -হাত
পা ঢাকা পোশাক ও পা ঢাকা জুতো। ইনসেক্ট রিপেলান্ট।বায়নোকুলার,টর্চ,ব্যাটারি।
মনে রাখবেন-
- বেড়ানোর সময় অনেক অনিয়ম হয়।
এর ফলে ডিহাইড্রেশন সমস্যা হয়। মনে করে বেশি করে জল খান।
- মিনারেল ওয়াটার বা জলে জিওলিন
মিশিয়ে খাওয়া উচিত।
- ভাল লাগল বলেই কোন খাবার খাওয়া
ঠিক নয়,শরীর বুঝে খাবেন।
- সঙ্গে সোপ স্ট্রিপস বা হ্যান্ড
ওয়াশ রাখুন। রাস্তায়ঘাটে খাওয়ার আগে নিজেও হাত ধোবেন, সঙ্গীদের দিকেও
এগিয়ে দেবেন।
- পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়ে
কখনো পেট খালি অবস্থায় জার্নি করবেননা।
চলবে......
Thanks will follow
ReplyDelete