Wednesday 29 April 2015

ফেসবুক মেসেঞ্জারেও ভিডিও কল পরিষেবা

ছবি- গুগল 
এবার থেকে ফেসবুক মেসেঞ্জারেও ভিডিও কল করার সুবিধে পাবেন ফেসবুকের সদস্যরা। মাইক্রোসফটের স্কাইপ,অ্যাপলের ফেসটাইম ও গুগলের হ্যাংআউটসের মতো ফেসবুক মেসেঞ্জার দিয়েও স্মার্ট ফোন থেকে ভিডিও কল করা যাবে।
ফেসবুক মেসেঞ্জারের ডান দিকের ওপরের কোনার দিকে একটি ভিডিও আইকন থাকবে। এই আইকনটিতে ক্লিক করে ভিডিও কলটি করা যাবে। এই কলটি করতে আপনার ইন্টারনেটের প্ল্যান অনুযায়ী টাকা লাগবে।

তবে এই সুযোগ এখনই আমাদের দেশে উপলব্ধ নয়। ভারতীয়দের এই সুবিধা পেতে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে। বর্তমানে বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, লাওস, লিথুনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়েতে অ্যাপলের আইওএস  ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা পাচ্ছেন।

No comments:

Post a Comment