![]() |
ছবি গুগল
|
পৃথিবী ছেড়ে চলে গেছেন মেরিলিন
মনরো প্রায় ৫২ বছর আগে। কিন্তু তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাঁটা পড়েনি আবারও তার
প্রমান মিললো। সম্প্রতি একটি নিলামে তাঁকে লেখা কেবল একটি চিঠিই বিক্রি হয়েছে ৭৫
হাজার ডলারে। চিঠিটি তাঁকে লিখেছিলেন তাঁর প্রাক্তন স্বামী
বাস্কেটবল খেলোয়াড় জো ডিম্যাগিও ।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের নিলাম
আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস মেরিলিন মনরোর স্মৃতিবিজড়িত পোশাক,গয়না,চিঠিসহ প্রায় ২০০ সামগ্রী
নিলামে তোলে। নিলামে মনরোর একটি সিল্ক কোটের অবিশ্বাস্য দাম ওঠে। ১৭ লাখ ৫০ হাজার
ডলারে সেটি বিক্রি হয়। এ ছাড়া মনরোর কালো ভেলভেট অপেরা কোট বিক্রি হয় ৯৩
হাজার ৭৬০ ডলারে। গলার হার বিক্রি হয় ৩৪ হাজার ৩৭৫ ডলারে। অন্তর্বাস বিক্রি হয়
২০ হাজার ডলারে। মেকআপ বক্সের দাম ওঠে ৪৬ হাজার ৮৭৫ ডলার। আর ছোট্ট একটি লিপ ব্রাশ
বিক্রি হয় ১০ হাজার ডলারে।
মনরোর স্মৃতিবিজড়িত সামগ্রীগুলোর
সংগ্রাহক তাঁর অভিনয়ের শিক্ষা গুরু প্রয়াত লি স্ট্রেসবার্গ। মৃত্যুর আগে
এক বন্ধুর কাছে সেগুলো রেখে যান লি। সম্প্রতি সেই সামগ্রীগুলোকেই নিলামে তোলে জুলিয়েনস
অকশনস।
0 comments: