শিরোনাম

গোল শুন্য ড্র দিল্লি ভার্সেস এফসি পুণের ম্যাচ

Add caption
ফয়সালা হলনা দুই বন্ধুর ডুয়েলের। দিল্লি বিরুদ্ধে পুণের ম্যাচে আলেসান্দ্রো দেল পিয়েরোর সাথে ডেভিড ত্রেজেগুয়ের দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন আপামর ফুটবল বিশ্ব। কিন্তু দুজনের একজনও গোল করে একে অপরের মন খারাপের কারণ হলেননা।
 ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে দেল পিয়েরোর দিল্লি ডায়নামোজ এফসি গোল শুন্য ড্র করলো ডেভিড ত্রেজেগুয়ের এফসি পুণের সাথে। গোল শুন্য ড্র হলেও দারুন উপভোগ্য ম্যাচ দেখতে পেয়েছে দিল্লির দর্শকরা। প্রথমার্ধে দুদলেরই আক্রমণ ও প্রতিআক্রমনের ঝাঁজ ছিল মারাত্মক। তবে গোটা ম্যাচ জুড়ে দিল্লির আক্রমনের তীব্রতা ছিল অনেক বেশী। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতি অনেক মন্থর হয়ে যায়। দুদলেরই ভারতীয় ফুটবলাররা কিন্তু দূর্দান্ত পার্ফমেন্স করেছে।
আজকের ম্যাচে সবচেয়ে স্মরণীয় মুহুর্ত ম্যাচের ৩৮ তম মিনিট। স্কৌবার পরিবর্ত হিসেবে দিল্লি হয়ে মাঠে নামলেন বিশ্বখ্যাত প্রাক্তন আজুরিয়ান তাড়কা আলেসান্দ্রো দেল পিয়েরো। ৩৯ বছর বয়েসেও দেল পিয়েরোর গ্ল্যামার কিন্তু অটুট। গোল করতে না পারলেও বেশ কয়েকটি ভালো মুভ করেছিলেন তিনি। এখনও গোল লক্ষ্য করে বুলেটের মতন শট নিতে পারেন তিনি। যেভাবে গোলের সামনে দু-তিন জনকে অনায়াসে ড্রিবল করলেন তা এখনকার ইয়ংস্টারদের কাছে অবশ্যই শিক্ষনীয়। দেল পিয়েরো বুড়ো হারের ভেল্কি দেখালেও পুণের মার্কি প্লেয়ার প্রাক্তন ফরাসি বিশ্বকাপার ডেভিড ত্রেজেগুয়ে কিন্তু ততটা নজর কাড়তে পারলেননা।
 ম্যাচ শেষের কিছুক্ষন আগে দিল্লির হয়ে নেমে ব্রাজিলিয়ান ফুটবলার সান্টোস কিন্তু সবার নজর কাড়লেন। তাঁর একটি শট পোস্টে প্রতিহত না হলে কিন্তু ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

দিল্লি ডায়নামোস: ভ্যান হাউট (গোলরক্ষক), মেকার্স, আলি, সৌভিক ঘোষ, ফ্র্যাঙ্কো ফার্নান্দেজ, মুলদার, থোকচোম সিং, টুলুঙ্গা, ব্রুনো হেরেরো, ম্যাডস জুঙ্কার, স্কৌবো, দেল পিয়েরো

পুণে সিটি এফ সি: বেলার্ডি (গোলরক্ষক), সিরিলো, রাভানন, মাগলিও চেত্তি, .মেহতা. লেনি রডরিগেজ, কাতসৌরানিস, মনীশ মাথানি, কোয়াং পার্ক, ক্রেজেগুয়ে, গুরুং,ডুডু

0 comments: