Saturday 4 April 2015

কল্পনার রঙে “জেনেসিস ডায়াস”

জেনেসিস ডায়াস 
বাচ্চা মেয়েটি শুধুই ভাবত,ভাবত আর ভাবত। বন্ধু বিহীন জগতে ভাভ্নাটাই তার এক মস্ত বড় বন্ধু। রাতের আকাশে অগুনিত তারা। সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবতারা,সব্বাই তাঁর একান্ত নিজের প্রাণের বন্ধু।আর সকালের আলোতে কচি পাতার রং,পাতাবাহার গাছ, নানারকম শব্দ, জীবনের নানা রং আলো করে রাখত তাকে। কই একবারও তো মনে হত না যে তার পাশে কেউ নেই। কল্পনাবিলাসী মন পরার জগতের প্রত্যেক শব্দকে  ছুঁয়ে আপন কল্পলোকে হাজার মানুষের এক অন্য জগতে বন্ধুত্বের আঙ্গিনায় তাকে রাঙিয়ে রাখত। সে অনায়াসে পেরিয়ে যেত সাত সমুদ্র। 
মৈত্রেয়ী শোভাকার 

দেখত প্যারিস,ক্যারিবিয়ান, মাদাগাস্কার বা তুলিতে রং লাগিয়ে পিছিয়ে যেত হাজার স্বপ্নালু ধরা ছোঁয়ার বাইরের দুনিয়া তে, তার নাম মৈত্রেয়ী। যার কল্পনার পাখা ডানা মেলে পরিচয় পেয়েছে আজকের জেনেসিস ডায়াস রূপ।

1 comment:

  1. Great Job Mou, u r d real fighter keep going . wishes & always with u . love u dear tc.

    ReplyDelete