Saturday 4 April 2015

সহজলভ্য হচ্ছে স্টিক কম্পিউটার

ছবি- গুগল
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে  আসুস খুব শীঘ্রই গুগলের অপারেটিং সিস্টেম ক্রোম-চালিত ক্রোমবিটস বাজারে ছাড়ার কথা ঘোষণা করল। ক্রোমবিটস বাজার চলতি পেন ড্রাইভের থেকে সাইজে একটু বড়। তাই একে স্টিক কম্পিউটারও বলা হয়ে থাকে। এই স্টিক কম্পিউটারটিকে যেকোনো মনিটর অথবা টিভিতে যুক্ত করলেই সেই মনিটর বা টেলিভিশনটিকে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

ক্রোমবিটস দিয়ে যেমন কম্পিউটারের কাজ করা যাবে তেমনই এর সাহায্যে ব্যবহার করা যাবে নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপও। ক্রোমবিটস-এর মেমরি হিসেবে ক্লাউড ব্যবহার করতে হবে। চলতি বছরের শেষের দিকেই যাতে ক্রোমবিটসকে ১০০ ডলারের মধ্যে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেই যৌথ ভাবে উদ্দ্যোগ নিচ্ছে গুগল এবং তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাণ সংস্থা আসুস।

No comments:

Post a Comment