শিরোনাম

"শিল্প হতে দাও আরও শিল্পীদের গড়তে দাও"

আর্টচালা
কোনও পলিটিকাল এজেন্ডা নিয়ে কথা নয়, কথাটা একটু অন্যরকম একটা কাজের। আর অন্যরকম কাজ বলতে চাকুরী যারা বুঝছেন উদ্দেশ্য তারা নন। উদ্দেশ্য হচ্ছে একটা উদ্দ্যোগ। আর এই উদ্দ্যোগর নাম আর্টচালা
উদ্দ্যোগক্তা কার্টেসি "আর্টঘাট" এবং "বাংলাজিন"। উদ্দ্যোগটা শিল্পীদের কাজ এর...মানে শিল্পের।
সেই শিল্প যা নিত্যদিন কর্মব্যস্ত জীবন এর ক্ষেত্র,১০টা-৫টার কাজে আমরা হারিয়ে ফেলছি,প্রচেষ্টা সেই সব শিল্পীদের যারা তাদের কাজ নিয়ে আমাদের নতুন একটা ভাষা খুঁজে দিতে চায়।
দুই উদ্দ্যোগক্তার হাথ ধরে শহরের ক্যালেন্ডারে ১৪, ১৫ এবং ১৬ তারিখে,রবীন্দ্র সরোবর এর ঠিক কাছেই "গ্যালারি গোল্ড " এ দুপুর ১টা থকে রাত ৮টা অবধি একটা চেষ্টা।
চেষ্টা টা দেখতে একটু চেষ্টা করবেন আসার।
এসে উৎসাহ দিতে, এসে কিছু খুচরো কেনাকাটা করতে,বা অলস বিকেলে বন্ধুদের নিয়ে একটু নিছক সময় কাটাতে দুবার ভাববেন না।
বিভিন্ন আর্ট-ফর্ম নিয়ে কিছু শিল্পীরা তাদের কাজ দেখাতে আসছে।
তার মধ্যে -
উল্কি প্রদর্শন...ট্যাটু আর্টিস্টের হাত যশ। থাকছে মায়ান এর গহনা প্রদর্শনী... মহিলা ও পুরুষদের জন্য একটু অন্যরকম হ্যান্ড মেড জুয়েলারী। কফি খাওয়ার সুন্দর মগ। শারীর বৈচিত্র্য। কাঁধে নেওয়ার ঝোলা অর্থাৎ হ্যান্ডিক্রাফট ব্যাগ। ক্যানভাস পেইন্টিং। আলোক চিত্র। বই এর চিহ্নিত করা বুকমার্ক ও ইলাস্ট্রেটেড পোস্টার। থাকছে টি-শার্টের উপর ছবিও।
আরও থাকছে। তুষার রায়ের গান। তোহাই এর লোক সঙ্গীত। সংহতি চন্দ এবং মৌমিতা ঘোষের কবিতা। থাকছে পথ নাটিকা ও সেলেব্রিটি জমায়েত।
আপনারা যারা আর্ট ভালোবাসেন আলাদা করে নিমন্ত্রণ করছিনা । যারা ভালোবাসেন না তাদের জন্য বলছি, সময়টা অনেকটা। ঘণ্টা দেড়েক হাতে সময় নিয়ে ঘুরে যেতে দোষ কি। তাহলে মনে করে মার্ক করে নিন ক্যালেন্ডারের মেমো তে।
১৪, ১৫, ১৬ই ফেব্রুয়ারি তে এসে গ্যালারি গোল্ডে এই প্রচেষ্টা টা একটু এগিয়ে নিয়ে যেতে।
লেখা-জুনা সারকার 

0 comments: