জয়ের উল্লাস।
ছবি এএফসিএশিয়ানকাপ ডট কম।
|
২০০৬ সালে
এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেয় অস্ট্রেলিয়া। আর তার প্রায় ৯ বছর পর ২০১৫ সালে স্বপ্ন পূরণ হল
সকারুদের। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে এশিয়ান কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের
মুকুট লাভ করল অস্ট্রেলিয়া।
টানটান
উত্তেজনাপূর্ন ফাইনালের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডিই। আক্রমণ-পাল্টা আক্রমণের দারুণ জমজমাট এই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে
খেলেছে অস্ট্রেলিয়া। খেলার ৪৫ মিনিটে দারুণ এক গোলে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে এগিয়ে
দেন মাসিমো লোঙ্গো। অবশ্য নাটকীয়ভাবে রেগুলেশন টাইমের ৯১ মিনিটে সমতা ফেরান
কোরিয়ান স্ট্রাইকার হিউং মিন সন। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের
১০৫ মিনিটে জয় সূচক গোল করে অস্ট্রেলিয়ার অধরা স্বপ্ন পূরণ করেন জেমস ট্রইসি।
No comments:
Post a Comment