জয়ের মুহুর্তে সেরেনা। ছবি- অসওপেন ডট কম্ ।
|
মারিয়া
শারাপোভা কোনও গ্রান্ডস্ল্যাম টূর্ণামেন্টের ম্যাচে হারাতে পারেননি তাকে। আর সেই
রেকর্ড বজায় রেখেই ২০১৫ এর প্রথম গ্রান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন মার্কিন
শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। আজ মেলবোর্ন পার্কে ফাইনালে রুশ তারকা শারাপোভার বিপক্ষে সেরেনার জয়টি এসেছে ৬-৩,৭-৬ (৭/৫)গেমে। এই জয়ের ফলে সেরেনা, কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাদ্রাতিলোভা ও ক্রিস এভার্টের ১৮ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছাপিয়ে গেলেন।
সেরেনার ট্রফি ক্যাবিনেটে এখন ১৯ টি গ্রান্ডস্ল্যাম খেতাব। সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়তে সেরেনার সামনে এখন শুধুমাত্র স্টেফিগ্রাফ। স্টেফি মোট ২২টি গ্র্যান্ডস্ল্যাম জিতে এখনও অবধি শীর্ষে। এটি সেরেনা উইলিয়ামসের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়।
No comments:
Post a Comment