ছবি- গুগল
|
মাথার
ত্বক ও চুলের বহু সমস্যারই সমাধান আছে নারকেল তেলে। বিষয়টি মোটামুটি সবারই জানা।
চুলে খুশকি ও মাথার তালু ফাটাসহ অন্যান্য সমস্যার সমাধানে এর জুড়ি নেই। তবে
আয়ুর্বেদিক শাস্ত্রবিদরা একে আরও বড় পরিসরে ভাবেন। তারা বলেন,ত্বকের সমস্যায়ও
নারকেল তেল ভাল ফল দেয়। বিশেষ করে শীতকালে নারকেল তেল ত্বকের প্রাকৃতিক সুরক্ষা
হিসেবে কাজ করে। যেমন-
ফাটা-
ত্বকের ফাটা ভাব দূর করতে নারকেল তেল সাহায্য করে। সাধারণত আর্দ্রতার অভাবে ত্বক
ফেটে যায়। নারকেল তেল ত্বকে পর্যাপ্ত আর্দ্রতার যোগান দেয়। ফলে ত্বক ফেটে যাওয়ার
কোনো সুযোগই থাকে না।
ব্রণ-
নারকেল তেল ব্রণের উপদ্রব কমায়। সাধারণত ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেলে ব্রণ দেখা
দেয়। নারকেল তেল শুধু ত্বকের ছিদ্রকে পরিষ্কারই করে না, আশপাশের ফোলা ভাব
কমাতে সাহায্য করে। এ ছাড়া ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। ত্বকে নিয়মিত নারকেল
ব্যবহারের ত্বক পরিষ্কার থাকে।
ফুসকুড়ি-
শীতের সময়ে ফুসকুড়ি অতি সাধারণ সমস্যা। নারকেল তেল ব্যবহারে আপনার ত্বক কোমল হয়ে
উঠে, যা
ফুসকুড়ির উপদ্রব দূরে সাহায্য করে।
*******************
0 comments: