রেজ্জি অ্যাওয়ার্ডের রেপ্লিকা। ছবি -গুগল
|
প্রতিবছর হলিউডের সেরা নয়,সবচেয়ে বাজে ছবিগুলোকেও অ্যাওয়ার্ড
দেওয়ার রীতি আছে। আর এই অ্যাওয়ার্ডটি দেয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
১৯৮০ সালে আমেরিকান প্রকাশক জন জে.বি. উলসন এই ফাউন্ডেশনের সূচনা করেন। ১৯৮১ সালের
৩১শে মার্চ জন জে.বি. উলসনের ‘লিভিং রুম’-এ
প্রথমবার ১৯৮০ সালের সবচেয়ে নিকৃস্ট মানের ছবিকে গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডে
ভূষিত করা হয়। গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডকে সংক্ষেপে রেজ্জি অ্যাওয়ার্ড-ও বলা
হয়।
এবছর রেজ্জি অ্যাওয়ার্ডের
৩৫তম আসর বসতে যাচ্ছে। অস্কার আসরের ঠিক এক দিন আগে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে
রেজ্জি বিজয়ীদের নাম। বাজে ছবির দৌড়ে রেজ্জি অ্যাওয়ার্ডের এ বছরের মনোনয়ন তালিকার শীর্ষে রয়েছে ট্রান্সফরমার্স:এজ অব এক্সটিঙ্কশন। ট্রান্সফরমার্স-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস,লেফট
বিহাইন্ড,সেভিং ক্রিসমাস ও লিজেন্ড অব হারকিউলিকস।
বাজে অভিনেতার
তালিকায় রয়েছেন নিকোলাস কেজ (লেফট বিহাইন্ড), কির্ক ক্যামেরন (সেভিং ক্রিসমাস), কেলান
লুটজ (লিজেন্ড অব হারকিউলিকস), সেথ ম্যাকফারলেন (আ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট) ও অ্যাডাম
স্যান্ডলার (ব্লেন্ডেড)।
বাজে অভিনেত্রীর
তালিকায় রয়েছেন ড্রিউ বেরিমূর (ব্লেন্ডেড), ক্যামেরন ডায়াজ (দ্য আদার ওয়োম্যান এন্ড
সেক্স টেপ), মেলিসা ম্যাকার্থি (টাম্মি), শার্লিজ থেরন (আ মিলিয়ন ওয়েস টু ডাই ইন
দ্য ওয়েস্ট) এবং গাইয়া উইস (লিজেন্ড অব হারকিউলিকস)।
No comments:
Post a Comment