আবার প্রশ্ন??? পৃথিবীতে সমস্ত আদি অনন্ত জিনিসপত্রের মত প্রশ্ন ব্যাপারটাও
বেশ আদি ও অনন্ত গোছের এবং এই প্রশ্নের গুঁতও তোমাদের আমাদের,মানে মোটামুটি ভাবে সবাইকেই বেশ ভালই সহ্য করতে হয়ে। তা এই অনন্ত
ধৈর্যের পরীক্ষায় আর একটু পুরনো কাসুন্দি যোগ করা যাক ।
২২ ও ২৩ এ নভেম্বর আমাদের ফোড়ন কাটার কথা
নিশ্চয়ই তোমাদের মনে আছে ? তাতে আদত প্রশ্নটা এই ছিল যে পাঁচফোড়ন ও উড়োতার বর্ষাকালের খিচুড়ি
আর ইলিশ ভাজার মত পরিপূরক নাকি ধর্ম আর জিরাফ? তবে নিশ্চয়ই তোমাদের এটাও মনে আছে যে সমস্ত “প্রশ্নে”র উত্তর উড়োতার দিয়েছিল ফোঁড়নের ঝাঁঝে, রোববার দুপুরে পাশের বাড়ি মাংস রান্নার সুগন্ধের মত সুন্দর
জমাটি বনেদি আমেজে।
তাই আবারো প্রশ্নের রুকস্যাক নিয়ে তৈরি
থাকো বন্ধুরা,১২ তারিখ এর জন্য ,কারণ আসছে ১২ তারিখ ,যাক,শুধু জলজিরা টুকুই এখন থাক। গতবার যারা মিস করেছো এইবারে
তাদেরও নিমন্ত্রণ রইল, কারণ...
আসিতেছে , আসিতেছে , আসিতেছে,
১২ তারিখে,
ধামাকা !!!!!!
0 comments: