অ্যাথলেটিকো দে কোলকাতার জার্সিতে
অর্ণব মণ্ডল। ছবি গুগল।
|
ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত পারফর্মেন্স বিদেশের রাস্তা
খুলে দিল ইস্টবেঙ্গল ও অ্যাথলেটিকো দে কোলকাতার সেন্টার ব্যাক অর্ণব মণ্ডলের
সামনে। অ্যাথলেটিকো দে কোলকাতার মাদার টিম অ্যাথলেটিকো দে মাদ্রিদের সাথে নাম
জুড়তে চলেছে এই বাঙালি ডিফেন্ডারের। শোনা যাচ্ছে পরের মরসুমেই অর্ণব কে সই করাতে
চায় এই মরসুমের লা লিগ চ্যাম্পিয়নরা।
গোটা আইএসএল জুড়ে এডিকের রক্ষণ প্রায় একার হাতে সামলেছেন
তিনি। আর তাঁর এই অসাধারণ পারফর্মেন্সের খবর ফলাও করে ছেপেছে স্প্যানিশ মিডিয়া।
তারই জেড়ে বিদেশে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে কোলকাতার ছেলে অর্ণব মণ্ডলের। এই
খবর শুনে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন “অ্যাথলেটিকো দে মাদ্রিদ অর্ণব কে খেলাতে চায়।
ভারতীয় ফুটবলের জন্য এটা একটা অসাধারণ খবর। আশা করব আইএসএল-এর পরের মরসুমেও আমরা
অর্ণবের মতো আরও কিছু ট্যালেন্ট তুলে আনতে পারব”। তবে কয়েকটা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী
অ্যাথলেটিকো মাদ্রিদ ২৫ বছর বয়সী অর্ণব কে তাদের ‘বি’ টিমে সই করাতে চাইছে। অ্যাথলেটিকোর ‘বি’ টিম স্পেনের তৃতীয় ডিভিশনে খেলে। অর্ণব
অ্যাথলেটিকোর ‘বি’ টিমে খেললেও এতে ভারতীয় ফুটবলারদের মোটিভেশন যে
অনেক গুন বেড়ে যাবে তাতে কোনও সন্দেহর
অবকাশ নেই।
প্রসঙ্গত মোহামেডানের হয়ে কেরিয়ার শুরু অর্ণবের। ২০১০ সালে
প্রয়াগ ইউনাইটেডের হয়ে প্রথম আই লিগ খেলা। তারপর ২০১২ সালে সই ইস্টবেঙ্গলে ও ২০১৪
তে অ্যাথলেটিকো দে কোলকাতার হয়ে আইএসএল। আর সবকিছু ঠিকঠাক চললে ২০১৫ তে অর্ণব কে
দেখা যাবে অ্যাথলেটিকো দে মাদ্রিদের রক্ষণের দায়িত্বে।
সূত্রঃ www.sportskeeda.com
No comments:
Post a Comment