![]() |
জেমস বন্ড ‘স্পেকটার’ মুভির পোস্টার |
জেমস বন্ড ০০৭ আবার হাজির তার দুর্ধর্ষ সব কীর্তি নিয়ে। বন্ডের আগামী ছবির
বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী পাইনউড স্টুডিওতে এক
অনুষ্ঠানের আয়োজন করেন ছবির ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস। অনেক গুজবকে উড়িয়ে
দিয়ে গত তিনটি ছবির জেমস বন্ড চরিত্রে অভিনয়কারী ব্রিটিশ ড্যানিয়েল ক্রেগের সঙ্গে
পর্দা মাতাবেন দুই সুন্দরী ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি এবং ফরাসি লী সিদু।
এছাড়াও নাওমি হ্যারিস, ক্রিস্তফ ওলস প্রমুখ রা।
![]() |
(বাঁ-ডান)নাওমি হ্যারিস,লী সিদু,ড্যানিয়েল ক্রেগে,মনিকা বেলুচ্চি,ক্রিস্তফ ওলস |
ব্রিটিশ স্পাই জেমস বন্ডের স্রষ্টা ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং। জেমস বন্ড
সিরিজের এটি হবে ২৪তম ছবি। স্পেকটার-এ জেমস বন্ড যে নতুন ‘অ্যাস্টন মার্টিন ডিবি-টেন’ গাড়িটি চালাবেন, সেটিও
উপস্থিতি ছিল অনুষ্ঠানে।
![]() |
অ্যাস্টন মার্টিন ডিবি-টেন |
আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষিপ্ত রূপ ‘স্পেকটার’, আর তার থেকেই ছবির
নামকরণ। এর শুটিং হবে লন্ডন,মেক্সিকো সিটি,রোম আর মরক্কোর এরফুদে। অস্ট্রিয়াতেও এর কিছু অংশ চিত্রায়িত হবে। ছবিটি
মুক্তি পাবে আগামী বছরের ৬ নভেম্বর।
![]() |
স্পেকটার মেম্বার্স |
সুত্র –বিবিসি এবং রয়টার্স।
0 comments: