শিরোনাম

মুক্তির অপেক্ষায় ছবি “নাটকের মতো”

ছবি- গুগল  
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কেয়া চক্রবর্তীর হটাৎ মৃত্যুকে ঘিরে এখনও অনেক জল্পনা আছে। জানা যায় সিনেমার  শুটিং এর সময় মাঝ গঙ্গায় পড়ে তিনি প্রাণ হারান। অনেকই এই বিষয় টিকে পূর্ব প্রকল্পিত বলে মনে করতেন। সত্যি মিথ্যে মিলিয়ে সবটাই আজও রহস্যে ঢাকা।নাট্য ব্যক্তিত্ব কেয়ার জীবন নিয়েই নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি নাটকের মতো
ছবির সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। সম্পাদনায় বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়।নাটকের মতো প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদাউসল হাসান এবং প্রবাল হালদার।

মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। আপাতত ছবির শুটিং শেষ। এখন মুক্তির অপেক্ষা। ছবিতে কি কেয়ার মৃত্যু রহস্যের উত্তর পাওয়া যাবে? উত্তরের জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে। 

0 comments: