ক্রিকেট খেলায় ব্যবহৃত পাঁচ আউন্স
ওজনের বলটি যে মাঝে মধ্যে খেলোয়াড়দের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে,তার ফলাফল দেখল বিশ্ব ক্রিকেট । বাউন্সারের আঘাতে জীবনের
ক্রিজ ছেড়ে চলে গেলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যান ফিলিপ হিউজ। আজ
বৃহস্পতিবার সিডনির একটি হাসপাতালে কোমায় অচেতন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মাত্র
২৫ বছর বয়সে শেষ হয়ে গেল জীবনের ইনিংস।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের চিকিৎসক
পিটার ব্রুকনার বৃহস্পতিবার ফিলিপের
মৃত্যুসংবাদ জানিয়েছেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট
শেফিল্ড শিল্ড খেলার সময় চোট পান ফিলিপ। ৬৩ রানে অপরাজিত থাকার সময় প্রতিপক্ষের
বোলার শন অ্যাবোটের একটি বাউন্সারেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মস্তিষ্কে
অস্ত্রোপচারও করেন চিকিৎসকরা। কিন্তু কোমা থেকে ফেরা হল না ফিলিপের। চিকিৎসকরা
জানিয়েছেন আঘাত লাগার জন্য সেই যে জ্ঞান হারিয়েছেন তারপর আর জ্ঞান ফিরে আসেনি
তাঁর। মৃত্যুর সময় হিউজের সঙ্গে ছিলেন তাঁর মা,বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
জোহানসবার্গের তাঁর টেস্ট অভিষেক হয়। ২৬ টেস্টে ৩২.৬৫ গড়ে ১৫৩৫ রান করা এই
ক্রিকেটারের আছে ৩টি সেঞ্চুরি এবং ৭টি অর্ধ সেঞ্চুরি। অভিষেক সিরিজেই ডারবানে পরপর
দুটি সেঞ্চুরি করে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন হিউজ।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মেই ছিলেন। কিন্তু
মঙ্গলবারের ঘটনা শেষ অবধি তাঁকে নিয়ে গেল সব প্রত্যাশার থেকে অন্য জগতে।
0 comments: