শিরোনাম

গ্রাম দত্তক নিলেন সচিন

ক্রিকেটার জীবনে যেমন ছিলেন আলোচনার কেন্ধবিন্দু, সেই ধারা বজায় রেখে চলেছেন সচিন টেন্ডুলকার। কিছুদিন আগেই তার প্রকাশিত বই আলোচনার বিষয় ছিল। সেই রেস কাটতে না কাটতেই তিনি জানালেন অন্ধ্রপ্রদেশের একটি  গ্রাম পুত্তমরাজুভারিকে দত্তক নিয়েছেন। গ্রামের মানুষের জন্য শৌচাগার  থেকে কমিউনিটি হল সবই তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মাস্টার ব্লাস্টার। তৈরি হবে খেলার মাঠ, অঙ্গনবারি বিদ্যালয়ও।

সারা জীবন দেশের মানুষের থেকে যে সমর্থন পেয়েছেন তিনি, সেই ভালবাসাকে সম্মান জানাতে তার এই উদ্যোগ। রবিবার সকালে সচিন নেল্লোরের এই গ্রামে যান। তাঁর  আগমন উপলক্ষে গ্রামকে আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন বাসিন্দারা। পাশের গ্রামগুলি থেকেও বহু মানুষ উপস্থিত হয়েছিলেন সচিন-কে এক ঝলক দেখার জন্য। গ্রাম উন্নয়নের এই কাজে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করছেন সচিন।

0 comments: