সালমান এবং শাহরুখ আবার একসাথে। বলা
যেতে পারে, বহুদিনের মন মালিন্যের অবসান ঘটল সালমানের বোন অর্পিতার মেহেন্দি
অনুষ্ঠানে। রবিবার সালমানের বাড়ি গ্যালাক্সি এপার্টমেন্টে আয়োজিত হয় মেহেন্দি
অনুষ্ঠানটি। দুপুর ১টা নাগাদ অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন নিকট কিছু বন্ধু ও
আত্মীয়স্বজন। তারই মধ্যে উজ্জ্বল উপস্থিতি শাহরুখ খানের। তিনি অর্পিতাকে আশীর্বাদ
করেন এবং মনে করা হচ্ছে তার বিয়ের অনুষ্ঠানেও শাহরুখ উপস্থিতি থাকবেন।
0 comments: