![]() |
গোল সেলিব্রেশন এডিকে-র, ছবি আইএসএল |
তিন মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে কোলকাতা। গার্সিয়ার
পাঠানো বল গোলে ঢোকাতে ব্যর্থ হন হোফ্রে। অন্য দিকে,বারো মিনিটে এলানোর শটে মরিস-এর পারফেক্ট
হেড বার পোস্টের উপর দিয়ে উড়ে যায়। এলানোকে ট্যাকল করে হলুদ কার্ড দেখলেন হোফ্রে।
এলানোর দুরন্ত ফ্রি-কিক এবারও লক্ষ্যচ্যুত হল।
রফিকে বক্সের মধ্যেই বাজে ট্যাকল করলেন চেন্নাই গোলকিপার শিল্টন। ফলে লাল
কার্ড দেখলেন শিল্টন, পেনাল্টি পেল কোলকাতা। ঠিক ৩৪ মিনিটে
লুইস গার্সিয়ার পেনাল্টি কিকে গোল পেল অ্যাটলেটিকো কলকাতা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৪৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল
কার্ড দেখলেন কলকাতার হোফ্রে। রেফারির সিধান্তে পেনাল্টি পেল চেন্নাই। শেষ
মুহূর্তে ৯১ মিনিটে এলানোর গোলে কোলকাতার পয়েন্টে ভাগ বসাল চেন্নাই। চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র দিয়েই শেষ
করল কলকাতা। যদিও চেন্নাইয়ের শীর্ষস্থানে আশার স্বপ্ন পুড়ন না হলেও প্রথম স্থানটি
ধরে রাখতে সক্ষম কোলকাতা বাহিনী।
চেন্নাইন এফ সি: ১ (এলানো-৯১’) অ্যাটলেটিকো দি কলকাতা: ১ ( গার্সিয়া-৩৪’)
অ্যাটলেটিকো দি কলকাতা: এদেল বেটে (গোলকিপার), বিশ্বজিৎ সাহা,
কিংশুক, অর্ণব, হোসেমি,
বোরহা, লুইস গার্সিয়া, হোফ্রে,
ন্যাটো, রফি, বলজিৎ
সাইনি
চেন্নাইন এফ সি: শিল্টন পাল (গোলকিপার), ধনচন্দ্র, মেন্ডি,
সিলভেস্ত্রে, গৌরমাঙ্গি, মাতেরাজ্জি, ডেনসন, এলানো,
খাবড়া, মেন্ডোজা, মরিস
0 comments: