জল-তার নেই কোনো আকৃতি,না আছে কোনো রং,না গন্ধ,না কোনো নিজস্বতা। কিন্তু এই আকার হীন জলের মাধ্যমে আমাদের
জীবন,আমাদের স্বত্তা,কর্ম,ধর্ম,প্রয়োজন প্রতিফলিত হয়। কখন ও জল সুন্দর,পবিত্র,তাকে পুজো করি আমরা। কখনো সে বাধা জনক,জীবনকে সংকুল করে তোলে। কখনো তার প্রয়োজনে জীবন অস্থির
হয়ে ওঠে,কখনো বা জল-ই কর্মক্ষেত্র। দেখতে সামান্য হলেও এই জল মানুষের জীবন ও হৃদয়ের সাথে অতপ্রত ভাবে জড়িত। জল সুধু তৃষ্ণা মেটায় না,জলের ওপর বহু ভাবে মানুষ নির্ভরশীল
বিভিন্য ভাবে। সব মিলিয়ে তাই জল-ই জীবন।
নানা জায়গায়,নানা কারনে গিয়ে দেখছি,মানুষ জলের ওপর নানা ভাবে সংযুক্ত,নানা ভাবে নির্ভরশীল।
ছবি গুলি হল সেই সংযোগতার পরিচয়।
************
![]() |
ছবি ও লেখা-আর্ক দত্ত
|
[পরিচিতি-পেশাতে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে ও ছবির তোলার ভালবাসাটা দৈনিক জীবনের সঙ্গে ওতপ্রোত
ভাবে জড়িয়ে পড়েছে। আর্ক দত্ত সম্পর্কে বিশদে
জানতে আরও অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে লগ-ইন করুন তার ওয়েবসাইটে www.arkadutta.com]
0 comments: