শিরোনাম

অমীমাংসিত কেরালা ও দিল্লির ম্যাচ

ছবি-আই এস এল
আজ বুঝি ড্র-এর ছোঁয়া লেগেছে আই এস এল লিগে। গোয়া-মুম্বাইয়ের মতই কেরালা ও দিল্লির ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। শুরুর থেকেই কেরালা ছিল আক্রমণের কায়দায়। যা দিল্লিকে অনেকটাই রক্ষণাত্মক খেলতে বাধ্য করে। চোট কাটিয়ে মুলদার মাঠে নামলে ফাউল করে বরিস কে। অন্যদিকে , ৫ মিনিটের মাথায় বার্থডে বয় দেল পিয়েরও কেরালার হয়ে আক্রমণ করলে ভান হুট তাকে রুখে দেয়। আক্রমণ ও পাল্টা আক্রমণ চললেও বিরতির নির্ধারিত সময়ের সাথে বাড়তি ২মিনিটে ও কেউই কাজে লাগাতে পারেনি আজ।
বিরতির পরেও খেলোয়াড় বদল ও হলুদ কার্ড দেখার পালা চলতে থাকে। কিন্তু আলস কাজ গোল করতে দুই দলই বার বার ব্যর্থ হয়। প্রচুর সুযোগ হাত ছাড়া করে উভয় দলই। লিগ টেবিলে পয়েন্ট ভাগের ফলে কেরালা ও দিল্লি যথাক্রমে এখন ছয় এবং সাত নম্বর স্থানে আছে। 

কেরালা ব্লাস্টার্স- ০                 দিল্লি ডায়নামোস- ০
ম্যাচ অ্যাওয়ার্ডস
ম্যাচ হিরো-স্টেফেন পিয়ারসন (কেরালা ব্লাস্টার্স এফ সি)
সুইফট মোমেন্ট অফ দি ম্যাচ- ডেভিড জেমস  (কেরালা ব্লাস্টার্স এফ সি)
আমূল ফিটেস্ট প্লেয়ার অফ দি ম্যাচ- সন্দেশ ঝিন্গান (কেরালা ব্লাস্টার্স এফ সি)
এই এস এল এনারজিং প্লেয়ার অফ দি ম্যাচ- সৌভিক ঘোষ (দিল্লি ডায়নামোস এফ সি)
   


0 comments: