কলকাতা আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসবের বয়স হল ২০। ১০ই নভেম্বর থেকে শুরু, চলবে টানা ২০ নভেম্বর পর্যন্ত। মেগা স্টার অমিতাভ বচ্চন এই
বছর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে এবারের চলচ্চিত্র উৎসবের প্রধান
আকর্ষণ হল, মহা নায়িকা সুচিত্রা সেনের স্মৃতির উদ্দেশে
সম্মান নিবেদন। সেই পরিপ্রেক্ষিতে উদ্বোধনী থিম হিসেবে সুচিত্রাময় কলকাতা
চলচ্চিত্র উৎসবকে সকল চলচ্চিত্র প্রেমীদের কাছে তুলে ধরা হবে। এবারের উৎসবের
উদ্বোধনী ছবি হিসেবে দেখা যাবে ইতালির পরিচালক অ্যালসিয়া কারসোর ২০১৪ সালে তৈরি
ছবি ‘ইতালো বারোক্কো’।
সুচিত্রা সেনের নাতনি
রাইমা সেন এই উৎসবে এ বছরের 'থালি
গার্ল’ হিসেবে থাকছেন। এ বছর তাকে প্রথম ‘থালি
গার্ল’ রূপে দেখা যাবে। এর আগে কোয়েল মল্লিক,শুভশ্রী,বিদ্যা বালানকে ‘থালি গার্ল’-রূপে অবতীর্ণ হতে দেখা গিয়েছিল
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। সব
মিলে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব বেশ
জমজমাট হতে চলেছে।
0 comments: