শিরোনাম

বৈচিত্র্যময় সোনপুর মেলা

বিহারের বিখ্যাত সোনপুর মেলা হল এশিয়ার একটি বৃহত্তম গবাদি মেলা। এই মেলাতে ঘোড়া,হাতি, গরু থেকে শুরু করে পাখি,কুকুর প্রায় সব রকম গবাদি পশু কেনা বেচা হয়। শুধু তাই নয়,পশু ছাড়াও নানা বিধ বাণিজ্যিক সামগ্রী আর বিনোদনের ও অভাব নেই এই মেলায়।

এই মেলা নভেম্বর মাসে এক পক্ষ ধরে চললেও,কার্তিক পূর্ণিমার দিনটি হলও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিন বহু মানুষ গণ্ডক নদীর পবিত্র জলে স্নান করতে আসেন। পশু,পাখি,পূজা,অর্চনা,ব্যবসা,বিনোদন মিলিয়ে এই বিচিত্র মেলার তুলনা পাওয়া মুশকিল।

সকালবেলা ঘোড়া-বাজারে

ভোরবেলার পূজা আর হাতি স্নান

যোগ-ব্যয়াম

মেলার বিচিত্র বিনোদনের প্রস্তুতি

প্রতিবিম্ব

নদীতে ভূত ছাড়ানো

বিপদজনক খেলা 

ঐতিহ্য আর আধুনিকতা


স্নানের আনন্দ

স্নানের ভিড়

ঘোড়দৌড়

দুরন্ত ঘোড়া

পর্দার আড়ালে

পুজোর গানের অনুষ্ঠান

বিহারের সোন পুর মেলাতে আজও ভারতবর্ষের কিছু পুরনো রূপ চিত্র দেখতে পাওয়া যায়। এই মেলা এমনই একমেলা যে,সেখানকার কিছু মানুষ আজও পুরনো প্রথাকে বজায় রেখে চলেছে। তারই কিছু সাক্ষী বহন করছে ছবি গুলো।


**************************

ছবি ও লেখা-আর্ক দত্ত
[পরিচিতি-পেশাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে ও ছবির তোলার ভালবাসাটা দৈনিক জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছে। আর্ক দত্ত সম্পর্কে বিশদে জানতে আরও অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে লগ-ইন করুন তার ওয়েবসাইটে  www.arkadutta.com]

1 comment: আপনার মন্তব্য

  1. sundor chhobi guli. Posu kena bechar jonyo ja ja chole ta ekhane dile Madam Maneka Gandhir nojore anten oneke. Pasobik otyachar o chole. Hoyto sesob chhobo tola bipodjonok bolei hoyto den ni.

    ReplyDelete