ফারহা খানের বিগ বাজেট মুভি
হ্যাপি নিউ ইয়ার এই বছরের অন্যতম ব্লকবাস্টার হতে চলেছে। আর এতে মুখ্য চরিত্রে
অভিনয় করার সুবাদে গ্ল্যামার কুইন দীপিকা পাড়ুকন আরেক গ্ল্যামার কুইন ক্যাটরিনা
কাইফকে পেছনে ফেলে এখন বলিউডের শীর্ষ স্থানে।
যেখানে ক্যাটরিনা-হৃত্বিক জুটির ব্যাং
ব্যাং-এর প্রথম সপ্তাহের কালেক্শন ৯৪.১৩ কোটি সেখানে দীপিকা-শাহ্রুখের হ্যাপি
নিউ ইয়ার প্রথম সপ্তাহেই ১০০ কোটি ছাপিয়ে গেছে। শুধু তাই নয় ব্যাং ব্যাং প্রিমিয়ার
ডে তে কালেক্শন করেছিল ২৭.৫৪ কোটি টাকা। আর হ্যাপি নিউ ইয়ার-এর প্রিমিয়ার ডে
কালেক্শন ৪৪.৯৭ কোটি। এমনকি হ্যাপি নিউ
ইয়ার, ধুমঃ৩-এর টোটাল
কালেক্শন-এর রেকর্ডও ভেঙে দেবে বলে ধারণা বক্স অফিস বিশেষজ্ঞদের।
বক্স অফিস পরিসংখ্যানই বলে দিচ্ছে
২০১৪-এর শেষে ক্যাটরিনাকে কিছুটা ব্যাক ফুটে রেখে বলিউড কুইনের মুকুট আপাতত
দীপিকার মাথায় শোভা পাবে।
0 comments: