শিরোনাম

অবশেষে আত্মপ্রকাশ

শাহরুখ ফ্যানদের জন্য সুখবর. “হ্যাপি নিউ ইয়ার” স্টার শাহরুখ টুইট করলেন খান পরিবারের  কনিষ্ঠ সদস্যের ছবি। শাহরুখ আর গৌরির তৃতীয় সন্তান জন্ম নেয় ২৭শে মে, ২০১৩। অনেক দিন মিডিয়া থেকে আড়াল করে রাখার পর, অবশেষে আব্রাম এর আত্মপ্রকাশ।  সকলেই এখন ব্যস্ত ৪৭ বসর বয়সী শাহরুখ এর সাথে আব্রাম-এর মিল খুঁজতে। সত্যি কি কোনও মিল আছে দুজন-এর? চলুন তাহলে একবার দেখেই নেওয়া যাক ছোট শাহরুখ আর ছোট আব্রামকে একসাথে। 



ছোটবেলার শাহরুখ ও ছোট আব্রাম কোলে আজকের কিং খান

আব্রাম-এর জন্য রইলো বাংলাzine এর পক্ষ থেকে অনেক অনেক সুবেছা ও অভিনন্দন। 

0 comments: