শিরোনাম

২০১৪ ব্যলন ডি’অর অ্যাওয়ার্ড-এর তালিকা প্রকাশ

২০১৪ ব্যলন ডিঅর অ্যাওয়ার্ড-এর জন্য ২৩ জন ফুটবলারের নাম ঘোষনা করলো ফিফা। গত মরশুমে লিভারপুলের হয়ে ৩১টি গোল থাকা সত্বেও এবারের ব্যলন ডিঅর-এর তালিকা থেকে নাম বাদ পড়ল লুই সুয়ারেজের। অনুমান করা হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলাকালীন চিলেনিকে কামড় কান্ডের জন্যই ফিফার এই সিদ্ধান্ত।

প্রত্যাশা মতই ২০১৪ ব্যলন ডিঅর চূরান্ত তালিকায় জার্মানদের আধিপত্যই বেশি। মোট ৬ জন জার্মান ফুটবলার স্থান পেয়েছেন এই তালিকায়।

যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম হল

গ্যারেথ বেল (ওয়েলস),করিম বেঞ্জিমা (ফ্রান্স),দিয়েগো কোস্তা (স্পেন),থিবাউট কোর্টিওস (বেলজিয়াম),ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল),এঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা),মারিও গোতজে (জার্মানি),ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম),জলাটন ইব্রাহিমোভিচ (সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন),টনি ক্রুস (জার্মানি),ফিলিপ লাম (জার্মানি),জাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা),লিওনেল মেসি (আর্জেন্টিনা),থমাস মুলার (জার্মানি),ম্যানুয়েল নয়্যার (জার্মানি),নেইমার (ব্রাজিল ),পল পোগবা (ফ্রান্স),সার্জিও রামোস (স্পেন),আইয়েন রবেন (নেদারল্যান্ড),জেমস রদ্রিগেজ (কলম্বিয়া),বাস্তিয়ান সোইয়েনসটাইগার (জার্মানি),ইয়াইয়া তুরে (আইভরি কোস্ট)। 

0 comments: