গোটা
দুনিয়া এখন আক্রান্ত ‘সেলফি’
জ্বরে। নিজেদের ‘সেলফি’
তুলে সোশ্যাল
নেটওয়ার্কিং সাইটে পোস্ট করাতে মজেছে বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিদের সাথে
আমজনতাও। আর ‘সেলফি’
তোলার অন্যতম
হাতিয়ারই হল স্মার্ট ফোন। তাই গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখেই মোবাইল ফোন
সংস্থা অপো বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্ট ফোন।
সাধারণত:
সব স্মার্ট ফোনেই পেছনের ক্যামেরার রেজুলেশন বেশি থাকে। তুলনায় অপেক্ষাকৃত কম
রেজুলেশন থাকে সামনের ক্যামেরায়। পাশাপাশি সামনের ক্যামেরাতে ফ্লাশের সুবিধাও
থাকেনা। তাই সেলফি তুললেও তার মান অনেক সময়ই মনের মতন হয়না। আর এই অসুবিধা দুর
করতেই অপো তাদের নতুন ফোনে সংযোজন করছে রিভলভিং ক্যামেরা। ফলে ইচ্ছে হলেই পেছনের
ক্যামেরা সামনে এনে প্রয়োজন মতন ফ্লাশ গান ব্যাবহার করে সেলফি তোলা এখন হাতের
মুঠোয় চলে আসবে।
অপোর
নতুন এন-থ্রি মডেলের বিশেষ ফিচারগুলি হল-
১৬
মেগাপিক্সেল ক্যামেরা। ৫.৯ ইঞ্চি স্ক্রিনে ২ হাজার পিক্সেল ডিস্প্লে রেজুলেশন।
স্ন্যাপড্রাগন ৮০৫ চিপসেট। ৩ জিবি র্যা ম। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
লিথিয়াম অ অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে তৈরি হবে ফোনের বডি।
আগামী
২৯শে অক্টোবর সিঙ্গাপুরের মেরিনা বে কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে
অপো এন-থ্রি এর।
0 comments: