![]() |
ছবি-গুগল |
প্রতি বছর ১ থেকে ৭ ডিসেম্বর
নাগাল্যান্ডে মহাড়োম্বরে চলে হর্নবিল উৎসব।গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখি যা এখানে
বহুল পরিমাণে দেখা যায়, তার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে হর্নবিল উৎসবের নাম।
![]() |
ছবি-গুগল |
কোহিমা থেকে ১২
কিলোমিটার দূরে, কিসামাতে নাগা
হেরিটেজ ভিলেজে আয়োজিত হয় এই অনুষ্ঠান। হর্নবিলের মাধ্যমে নাগারা তাদের সম্রিদ্ধ
ঐতিহ্য সুন্দর ভাবে তুলে ধরে।
![]() |
ছবি-গুগল |
নাগাল্যান্ডর প্রায় ১৭টি উপজাতি
অনুষ্ঠানে অংশগ্রহণ করে।ঠিক সকাল ৯ টাই শুরু হয়ে অনুষ্ঠান। বিভিন্ন নাগা উপজাতিরা
তাদের গান, নাচ ,
খেলা তুলে ধরে এক এক করে। সারাদিন নানা জমকালো অনুষ্ঠানের
পর সন্ধ্যাতে শুরু হয়“রক” সঙ্গীত অনুষ্ঠান আর তার সাথে বসে নাইট মার্কেট।মনোরঞ্জনের
সব উপাদানই হাজির এখানে।নাগাল্যান্ডের নিজস্ব খাবার, কাপড়, নানা রকম হস্তশিল্প সবই পাওয়া যায় এই মার্কেটে।
![]() |
ছবি-গুগল |
নাগা উপজাতিরা যে কি সুন্দর,
তা না দেখলে বিশ্বাস হয় না।উজ্জ্বল লাল,
নীল, হলুদ, গোলাপি কত রং-এর
পোশাক এরা পরে। আর তার সাথে তাদের নিজস্ব রকমারি অলঙ্কার।হর্নবিলকে কেন “উৎসবের উৎসব” বলে, তা দেখার জন্য একবার যেতেই হবে নাগাল্যান্ড।
কি ভাবে যাবেন ?
![]() |
ছবি-গুগল |
সবচেয়ে সহজ ও আরামদায়ক উপায়টি হল,
কলকাতা থেকে ডিমাপুর ফ্লাইট। সেখান থেকে ট্যাক্সি নিয়ে
কহিমা পৌঁছে যাওয়া যায়। এছাড়া ট্রেনে গুয়াহাটি পৌঁছে , সেখান থেকে গাড়ি করে অথবা জন শাতাব্দি ট্রেনে করে কহিমা।
ফ্লাইটে জোড়হাট বা ডিব্রুগড় পৌঁছে, গাড়ি নিয়েও যাওয়া যায় , কিন্ত নিজস্ব গাড়ির ব্যবস্থা থাকলে ভাল হয় ।
![]() |
ছবি-গুগল |
কি কি মনে রাখতে হবে –
- নাগাল্যান্ড যেতে গেলে পারমিট নিতে হবে। কলকাতার নাগাল্যান্ড হাউস, ১১ নং, শেক্সপিয়ার সরণী যেতে হবে পারমিট জোগাড় করতে। একটি পরিচয় পত্রও ৫০ টাকা ফী লাগবে। বিষদ জানতে ফোন করতে পারেন এই নাম্বারে ০৩৩-২২৮২ ১৯৬৭
- হর্নবিল উৎসব ঘিরে প্রচুর দেশী ও বিদেশী ট্যুরিস্টের সমাগম ঘটে । তাই আগে থেকেই হোটেল বুক করে রাখা প্রয়োজন ।
- ডিসেম্বরে বেশ ভালই ঠাণ্ডা থাকে নাগাল্যান্ডে,তাই গরম পোশাক নিতে ভুলবেন না।
0 comments: