![]() |
নর্থইস্ট-এর বিরুদ্ধে ফ্রিকিক দেল পিয়েরোর। ছবি – আইএসএল।
|
একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল নি দলকেই। ফলে
দিল্লি ডায়নামোজ ও নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবেই।
দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে দেলপিয়েরোদের সাথে
মিগুয়েল গার্সিয়ারা প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল গোলের দরজা খুলতে পারেনি কেউই। তবে
বেশ কিছু ভালো মুভ ও অ্যাটাক দেখাগেছে দু’দলের তরফ থেকেই। কিন্তু দু’দলের গোলকিপার ও
ডিফেন্ডারদের দৌলতে কোনও অ্যাটাকই উভয় পক্ষের গোল লাইন অতিক্রম করতে পারেনি।
আজকের ম্যাচের পর
নর্থইস্ট-এর ৫টা ম্যাচে ২টি জয়, ২টি ড্র ও ১টি পরাজয় নিয়ে সংগ্রহ ৮ পয়েন্ট।
অপরদিকে দিল্লি ৪টে ম্যাচে ১টি জয় ও ৩টি ড্র নিয়ে সংগ্রহ ৬ পয়েন্ট। লিগ টেবিলে এই
নর্থইস্ট ইউনাইটেড ৩ নম্বরে ও দিল্লি ডায়নামোজ ৮ নম্বরে।
আজকের হিরো অব দ্য ম্যাচ দিল্লি ডায়নামোজের হানস মুলদার।
0 comments: