শিরোনাম

হ্যারি পটার সিরিজের নতুন গল্প মুক্তির অপেক্ষায়

মুক্তি পেতে চলেছে হ্যারি পটার-এর নতুন গল্প। নতুন গল্পের মুখ্য চরিত্র হারির পাশাপাশি ডোলোরেস আমব্রিজ। এমনটাই জানালেন পটার খ্যাত লেখিকা জে কে রাউলিং তার পটারমোর ওয়েবসাইটে।
১৭০০ শব্দের প্রকাশিত হতে চলা গল্পের বিষয় পটার ও হগওয়াডের প্রোফেসার ডোলোরেস আমব্রিজ এর মধ্যের দন্ধ। বই তিতে উঠে আসবে পটার, হগওয়াডের, আমব্রিজ ও লর্ড ভলডেমর এর বিষয়ে বহু না যানা তথ্য।

এছাড়াও মুক্তি পাচ্ছে আরও দুটি ছোট গল্প। প্রথমটি হল ৩৩ বছর বয়েসী হ্যারির অ্যাডভেঞ্চার নিয়ে এবং দ্বিতীয়টি হল সিঙ্গিং সর্সেরেস সেলেস্তিনা বার্বেক নিয়ে।
২০১৬ তে মুক্তির অপেক্ষায় রাউলিং-এর ফ্যান্টাস্টিক বিটস্ট এন্ড হওয়্যার টু ফাইন্ড ডেম। গল্পের সূত্রপাত হ্যারি হগওয়াড আশার ৭০ বছর আগে। নিউ ইয়র্কে জাদুকরীদের গোপন  কমিউনিটি নিয়ে।


0 comments: