শিরোনাম

এক ঝলকে ব্যাংকক দর্শন –পর্ব ৩

ছবি ও লেখাঃ তানিয়া চ্যাটার্জি







চলুন আজ একটা মিউসিয়াম ঘুরে আসি। এরাওয়ান মিউসিয়াম ব্যাংককের আর এক অনবদ্ধ সৃষ্টি, যা তিন- মাথার বিশালাকায়  ঐরাবতের  জন্য বিখ্যাত। ব্রোঞ্ছের তৈরী  ২৫০ টনের বিশাল হাতিটির স্তাপত্ত দেখে প্রথম দর্শনেই অবাক যেতে হয়ে। খুন লেক ভিরিয়াপন্ত নামক এক থাই  শিল্পপতির স্বাপ্নের বাস্তব রূপ হচ্ছে এরাওয়ান  মিউসিয়াম। ঠিক একই ভাবে ব্যাংককের এনসিয়েন্ট সিটি ও পাটায়ার স্যাঞ্চুয়ারি অফ ট্রুথ ও তারই নির্মান। 


মিউসিয়ামটি তিনটি স্তরে নির্মান করা হয়েছে। মিউসিয়ামের প্রথম তলা তিয়েক্তি সংগ্রহশালা যা নির্মান করা হয়েছে আন্ধকার জগত প্রতিক  হিসাবে। এশিয়ান স্থাপত্য শিল্পের বেশ কিছু আমুল্য নিদর্শন সংরক্ষিত আছে। সংগ্রহশালার ফটো তোলা নিষেধ আছে।


দিতীয় তলাটি মানব জগতের প্রতিক এবং এর স্তাপত্ত আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বিশেষ করে গ্লাস পেইন্টিং দ্বারা নির্মিত ছাদটিযাকে  পৃথিবীর ছাদ বলা হচ্ছেএক কথায় আনবদ্ধ।


তৃতীয় বা শেষ তলটি হলো সর্গ, যেখানে অসামন্য সুন্দর একটি বুদ্ধ মন্দির তৈরী করা হয়েছে। আর এই মন্দিরটি সেই বিশালাকায় ব্রঞ্ছের হাতির পেটের মধ্যে অবস্থান করছে। এ ছাড়া মিউসিয়ামটি চারি পাশে, নানা রকম ফুল, অর্কিড,ঝরনা, মূর্তি দিয়ে সাজানো বাগানটিও দেখবার মত।


দর্শনীয় এই এরাওয়ান মিউসিয়ামটি কিন্ত অনেক টুরিস্টই মিস করে। কারণ এটি ব্যাংকক থেকে একটু দুরে সামুত প্রাখানে আবস্থিত। তাই বিদিশে টুরিস্টদের ভিড় এখানে অনেকটাই কম। ব্যাংকক গ্যালে একটু সময় করে এই  আদ্ভুত সুন্দর  স্তাপত্তের নিধর্সনটি দেখে আসবেন। বিশ্বাস করুন,আপনি থকবেন না। 



0 comments: