শিরোনাম

দ্বিতীয় ম্যাচেও জয় পেল চেন্নাইয়ান এফসি

জয়ের ধারা বজায় রাখল চেন্নাইয়ান এফসি। জহরলাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে দিলো মার্কো মাতারাজ্জির দল।
প্রথমার্ধের ১৪ মিনিটেই চেন্নাইকে পেনাল্টিতে গোল করে এগিয়ে দেন এলানো। বিরতির পর পরই ৫০ মিনিটের মাথায় কেরালার হয়ে গোল শোধ করে দেন আয়ান হিউম। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সচিনের কেরল বাহিনীর।  ৬৩ মিনিটের মাথায় চেন্নাইয়ের হয়ে জয় সূচক গোলটি করেন বার্নাড মেন্ডি।

তবে মাঠের খেলার থেকেও দর্শকদের চোখ ছিল বেশী গ্যালারির ভিআইপি বক্সের দিকে। কারণ সেখানে এক ফ্রেমে দেখা যাচ্ছিলো বিগ বি, রজনীকান্ত এবং সচিন তেন্ডুলকারকে।

0 comments: