শিরোনাম

লাভা বাজারে আনল ভয়েস কলিং ট্যাব

অভাবনীয় দামে লাভা মার্কেটে আনল কলিং ট্যাব কিউপ্যাড আর ৭০৪। লাভা কোম্পানি ট্যাবটির দাম করেছে ৮,৪৯৯ টাকা। এই অল্প দাম হলেও লাভা ফিচার দিছে বাকি নামজাদা কোম্পানিদের মতই। ৭ইঞ্চির ট্যাবটিতে আছে প্রসেসর ১.২ গিগাহার্জ স্ন্যামড্রাগন। ৪.৩ জেলি বিনের,১ জিবি র‍্যাম ও ৮ জিবি ইনবিল্ট, এক্সটারনাল মেমোরি ৩২ জিবি।ভয়েস কলিং-এর সুবিধা সম্পন্ন সিঙ্গেল সিম যুক্ত। ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল। ব্যাটারি ৩৫০০ এমএএইচ। এছাড়া রয়েছে ওয়াইফাই,থ্রিজি,ব্লুটুথ ও জিপিএস।

0 comments: