শিরোনাম

তৃতীয় ম্যাচে ছন্দ পতন কোলকাতার

অ্যাটলেটিকো কোলকাতা ও দিল্লি ডায়ানোমোস এফ সি

শুরু থেকে  প্রায় ৭০ হাজার দর্শক নিয়ে কানায় কানায় ভর্তি ছিল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন৷।কোলকাতার চমৎকার ফর্ম, অন্যদিকে দেল পিয়েরোর ম্যাজিক । মাঠে লাল টি-শার্ট পরে উপস্থিত ছিলেন কোলকাতা টিমের কর্ণধার সৌরভ গাঙ্গুলি ও বাকি সব সেলেব রা। উত্তেজনা ছিল প্রথম থেকেই তুঙ্গে। শুরুটা প্রত্যাশা মতো করেছিল অ্যাটলেটিকো দে কোলকাতা। কিন্তু শেষ রক্ষা হলনা। বিরতি পর্যন্ত ১ মিনিট বর্ধিত সময় নিয়েও কোন পক্ষই গোল করতে পারলনা।  এরই মধ্যে রেফারিকে বিভ্রান্ত করার দায়ে কার্ড দেখলেন দেল পিয়েরো। সুন্দর গোলের সুযোগ মিস করলেন ফিকরু। টুলুঙ্গার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রস পিস ছুঁয়ে বেড়িয়ে গেলো।  

বিরতির পরে অধিনায়ক গার্সিয়ার পরিবর্তে মাঠে এলেন রাকেশ মাসি৷ অন্যদিকে গোল বক্সের মধ্যে রায়মারকেস ফিকরুর  জার্সি টেনে ফেলে দিলে কোলকাতার পক্ষে পেনাল্টি ঘোষণা করেন রেফারি সন্তোষ কুমারের। ৪৬ মিনিটের মাথায় কোলকাতার হয়ে বাঁ পায়ের শটে পেনাল্টি থেকে গোল করেন জোফরে। মুলদের একের পর এক শট দুরন্ত ভাবে সেভ করেন কোলকাতা গোল রক্ষক শুভাশিস রায়চৌধুরি। কোলকাতার হয়ে পোদানির পরিবর্তে মাঠে এলেন লিবেরি। ৭৩ মিনিটে এলিয়াসের আউট স্টেপ ইনসুইংয়ে সমতা ফেরাল দিল্লির, পাভেল এলিয়াস। শুভাশিস রায়চৌধুরি বিদেশের মাটিতে এরই মধ্যে পরিচিত রয় নামে,পাভেল এলিয়াসের অভাবনীয় গোলে রুখতে কার্যত তিনি ব্যর্থ হন । এত দিন ধরে অপ্রতিরোধ্য সৌরভের কোলকাতা টুর্নামেন্টের প্রথম গোল খেলো। যখন মাঠের টান টান উত্তেজনায় ঘামছেন কোলকাতা এবং দিল্লির দর্শক সেই সময় লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলেন রাকেশ মাসি। ৪ মিনিট বর্ধিত সময়কে দিল্লি কাজে লাগানোর জন্য মাঠে নামাল স্যান্টোস-কে দেল পিয়েরোর পরিবর্তে। খেলায় জর বাড়ানোর জন্য কোলকাতার হয়ে বলজিতের পরিবর্তে মাঠে এলেন সঞ্জু৷কিন্তু এত কিছু সত্ত্বেও অমীমাংসিত ভাবে শেষ হল অ্যাটলেটিকো কোলকাতা ও দিল্লি ডায়ানোমোস এফ সি-এর রুদ্ধশ্বাস লড়াই।

চমৎকার গোলের জন্য ম্যাচের সেরা হলেন পাভেল এলিয়াস দিল্লি ডায়ানোমোস এর পক্ষ থেকে ।

খেলা শেষে ফলাফল-

অ্যাটলেটিকো কোলকাতা - ১ ( জোফরে-পেনাল্টি, ৪৬মিঃ)    

দিল্লি ডায়ানোমোস এফ সি- ১(এলিয়াস, ৭৫ মিঃ)   

কোলকাতা: শুভাশিস, অর্ণব, বিশ্বজিৎ, জোসেমি, ডেনজিল, নাতো, পোদানি (লিবেরি, ৬৮ মিঃ), জোফরে,বলজিৎ (সঞ্জু, ৯২ মিঃ), গার্সিয়া (রাকেশ মাসি-৪৫ মিঃ), ফিকরু।

দিল্লি: ভ্যান হউট, রায়মাকাস, আনোয়ার, এলিয়াস, সৌভিক ঘোষ, মুলদের, ফ্রান্সিস (স্টিভেন ডায়াস ৫৮ মিঃ), টুলুঙ্গা, সৌভিক চক্রবর্তী, ব্রুনো হেরেরো, দেল পিয়েরো (স্যান্টোস ৯০ মিঃ)।           



0 comments: