শিরোনাম

এশিয়াডে টেনিসে ভারতের সোনা জয়ের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়ালো বুধবার

গত বুধবার এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়ে ছিলেন সোমদেব দেববর্মন । আর এই বুধবার নাম তুলে নিলেন লিয়েন্ডার পেজ,রোহন বোপান্না,সানিয়া মির্জা। 

লিয়েন্ডাররা প্রত্যেকেই নিজেদের এটিপি র‍্যাঙ্কিং বাড়ানোর জন্যই নাম প্রত্যাহারের কারণ দেখিয়েছেন। এশিয়ান গেমস চলাকালীন কয়েকটি এটিপি ট্যুর্নামেন্ট চলবে। ফলে অপেশাদার এশিয়ান গেমস থেকে পেশাদার সার্কিটকেই বেশী প্রাধান্য দিচ্ছেন ভারতীয় টেনিস তাড়কারা। 

 কিছুদিন ধরেই ভারতীয় টেনিসের নানা মুনি নানান ব্যাখ্যা দিচ্ছিলেন। কিন্তু নিট রেসাল্ট হল ইনচিওন এশিয়ান গেমস থেকে টেনিসে ভারতের সেরা দল টাই সরে দাঁড়াচ্ছে। গত এশিয়াডে একাধিক সোনা-সহ দূর্দান্ত পার্ফমেন্স থাকা সত্বেও লিয়েন্ডার-সানিয়া-সোমদেবদের কাছে দেশের থেকে বেশী গুরুত্ব পাচ্ছ নিজেদের এটিপী-ডব্লিউটিএ র‍্যাঙ্কিং।

0 comments: