শিরোনাম

নতুন ই-রিডার

আগামী ৯ই অক্টোবর ভারতের বাজারে নতুন কিন্ডল ই-রিডার আনছে অ্যামাজন। অ্যামাজনের দাবী, এই নতুন ই-রিডারে রয়েছে অনেক দ্রুতগতির প্রসেসর, বেশি বই ভরে রাখার জন্য অনেক বেশি মেমরি স্পেস আর ওয়াই-ফাই এ ডাউনলোড এর সুবিধা। এছাড়াও রয়েছে শব্দের অভিধান। পাশাপাশি, ই-রিডারে ডাউনলোড করা বই এর একটি ব্যাকআপ কিন্ডল এর ক্লাউড পরিষেবায় রাখা থাকবে। ফলে বই হারানোর ভয় থাকবেনা। অ্যামাজনের সাইটে অনলাইনে নতুন ই-রিডারটির দাম পড়বে ভারতীয় মূদ্রায় ৫,৯৯৯ টাকা।

0 comments: