আপনি বসে রয়েছেন আপনার পছন্দের রমণীটির সাথে ,যাকে
আপনি দীর্ঘ দিন ধরে চেনেন। নানান ওঠা পড়াতে আপনি তারসাথে হাতে হাত রেখে এগিয়ে চলতে ভালবাসেন। কিন্তু তাসত্ত্বেও মাঝে মাঝে আপনার মন মাথা থেকে সে উবেজায়। তার জায়গায়
স্থান নেয় হটাত পথ চলতি কোন নারী। জার শারীরিক কাঠাম আপনাকে ক্ষণিকের জন্য হলেও
উত্তেজিত করে তলে। সেই মুহূর্তের জন্য আপনি সেই নারীকে তার শরীরকে ছাড়া আর কিছু
ভাবতে পারেননা। এর ফলে আপনি নিজের মনেই বিব্রত বোধ করেন।
কখনও নিজের স্ত্রী বা প্রেমিরার কাছেও বিষয়টি প্রকাশ
হয়ে পরে, ব্যাস আর রক্ষে থাকেনা অশান্তির হাত থেকে। আপনার সম্পর্কে আমরা কাছে
মানুষ গুলির ধারনা এর থেকে বদলে যেতে পারে। নিজের মনেও অনেকের নিজের সম্পর্কে
ঘেন্না জমে ওঠে। গবেষকরা প্রমাণ করেছেন শুধু আপনি নন তামাম দুনিয়ার প্রায় সব পুরুষকেই
এই এক সমস্যার সম্মুখীন হতে হয়। তফাৎ যা শুধু সবাই এই পরিস্থিতিটাকে সামলাতে
পারেনা। কি ভাবে সামাল দেবেন এই পরিস্থিতির?
- · সৃষ্টি নারীকে সন্তান উৎপাদনের ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। নারী সচেতন বা অচেতন ভাবে এই বিষয়টি জানে। পুরুষের চোখে তাকে সুন্দর হয়ে ওঠার এ এক আদিম কারণ। আপনি তার সৌন্দর্য, তার শেইপ ইত্যাদি দেখে মুগ্ধ হয়েছেন এবং আসক্ত হয়ে পড়েছেন ফ্যান্টাসিতে। সে কিন্তু আপনাকে পাত্তাই দিলনা। কারণ সে খুঁজছে এমন একজনকে যে তার এবং তার ভবিষ্যৎ সন্তানদের নিরাপদ রাখতে পারবে।
- · যখন আপনি আপনার কামনার কোনো বস্তুকে দেখতে পান তখন মস্তিষ্কের নিওরোট্রান্সমিটার ডোপামাইন মস্তিষ্ককে প্রবলভাবে আলোড়িত করে। তখন মস্তিষ্কে ফেনাইলথ্যালামাইনের নিঃসরণ ঘটে।
- · আপনার সবসময় ‘হর্নি’ বা উত্তেজনা অনুভব করার কারণ হল টেস্টোস্টেরন হরমোন যা ব্রেইনের হাইপোথ্যালামাস অংশকে উদ্দীপিত করে। এই অংশ যৌনতার ব্যাপারে আগ্রহ নিয়ন্ত্রণ করে। নারীর তুলনায় পুরুষের ব্রেইনের হাইপোথ্যালামাস দুই গুণ বড়।
- · মেয়েরা তার পুরুষ সঙ্গী জননাঙ্গ নির্ধারণ করে পুরুষের অনামিকা দেখে। গবেষণায় দেখা গেছে আপনার অনামিকা আঙুল আপনি মায়ের জরায়ুতে থাকা অবস্থায় কী পরিমাণ টেস্টোস্টেরন পেয়েছিলেন তার সাথে সম্পর্কিত। যত বেশি টেস্টোস্টেরন আপনার যৌনাঙ্গও তত বড় হয়।
- · আপনার টি লেভেল কতটা তা জানুন। যাদের টেস্টোস্টেরনের মাত্রা কম থাকে তারা বিয়ে করে ফ্যামিলি গঠনে বেশি আগ্রহী থাকে। যাদের টেস্টোস্টেরনের মাত্রা কম তারা সাধারণত কো-অপারেটিভ ধরনের হয়ে থাকে। যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকে তাহলে মাসল বিল্ড আপ করুন। এতে খুব তাড়াতাড়ি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে।
- · নারী সৌন্দর্য আপনাকে বোকা বানায়। সৌন্দর্য ব্রেইনের পারফ্রন্টাল কর্টেক্সকে শূন্য করে দেয়। ফলে বিচার-বিবেচনা তখন কাজ করে না। এ কারণেই লাস ভেগাসের ক্যাসিনোগুলিতে সুন্দরী ককেটেইল ওয়েট্রেস রাখা হয়। তারা লো কাট টপস এবং মিনিস্কার্ট পরে অ্যালকোহল সার্ভ করে। এই সব কিছু পুরুষদের আত্ম নিয়ন্ত্রণ হারাতে উৎসাহী করে।
- · নাকের সামনের অলফ্যাক্টরি বাল্বের সাথে ব্রেইনের সরাসরি সম্পর্ক রয়েছে। নাকের কোষগুলি যখন উত্তেজিত হয় তখন তা আপনার ব্রেইনের লিবিডো অংশে মনোযোগ আকর্ষণের জন্য সংকেত পাঠায়। আপনার ব্রেইন তো আগে থেকেই জানে কোন গন্ধে আপনি যৌন উত্তেজনা অনুভব করেন।
- · পুরুষ মানুষের ব্রেইনের ভিজ্যুয়াল পার্ট নারীদের তুলনায় বেশি শক্তিশালী। এবং এই ভিজ্যুয়াল পার্ট পুরুষদের ক্ষেত্রে আবেগকে বাড়িয়ে দিতে পারে। এই কারণে মেয়েদের তুলনায় ছেলেরা হয়ত বেশি পর্ন দেখে।
- · পুরুষরা এমনভাবে প্রোগ্রাম করা যে সুন্দরী নারীদের দিকে তারা তাকাবে এবং আকর্ষিত হবে। কিন্তু এই জায়গাতেই মানুষের মস্তিষ্ক, বিশেষ করে পারফ্রন্টাল কর্টেক্স এটাকে প্রতিরোধ করে। পারফ্রন্টাল কর্টেক্স বিবেচনা বোধ, লক্ষ্য ও উদ্দেশ্য, পরিবার এগুলির উপর ফোকাস করে। তখন আপনাকে ভাবতে হবে আপনি শুধুমাত্র জৈবিক উদ্দেশ্য পূরণ করার প্রাণী নন। নিজেকে প্রশ্ন করুন আমার সাথে যে সম্পর্কগুলি রয়েছে তার লক্ষ্য কী? নিজের শারীরিক চাহিদার ওপর আপনাকে দখল পেতে হবে। যা কোন ওষুধ দ্বারা সম্ভব নয়। এখত্রে আপনাকে সাহায্য করতে পারেন কেবল আপনি।
0 comments: