শিরোনাম

ঠোঁটের কাহন

আজকের দিনে সাজগোজকে প্রতিদিনের অঙ্গ হিসেবেই দেখা হয়। আর সেই সাজের একটা বড় অঙ্গ হল লিপস্টিক। কেমন করে লিপস্টিক লাগাবেন? মানে যেমন তেমন করে লাগালেই তো আর হয় না। ঠোঁট বলে কথা। এদিক ওদিক হলেই ঠোঁটফাটা বদনাম জুড়ে যেতে পারে। তাই আপনাদের জন্য রইল কিছু টিপস্৷ সপ্তাহ একবার অবশ্যই ঠোঁটের উপরের শুষ্ক স্তর উঠিয়ে ফেলুন। এতে ঠোঁটের ডেড সেল উঠে যাবে। ফলে লিপস্টিক লাগালে একটি স্মুথ ফিনিশ পাবেন । এমন রঙ বাছুন যা আপনার ঠোঁটের রঙ ও ত্বকের টোনের সঙ্গে মানানসই হয়৷ যে মহিলাদের ঠোঁটের আকার বড় তারা ব্রাউন, পার্পল বা ব্রোঞ্জ শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন৷ যাদের ঠোঁট পাতলা তারা গোলাপি, পিচ ও অ্যাপ্রিকট শেড ব্যবহার করতে পারেন৷ দিনের বেলার হালকা রঙ এবং রাতের বেলায় গাঢ় রঙ বেশি ভাল মানায়৷ লিপস্টিকের এমন রঙ বাছুন যা বিনা মেকআপেও আপনাকে মানাবে৷ যদি আপনি গাঢ় লিপ-শেড ব্যবহার করেন তবে মুখের মেকআপ বেশি চড়া করবেন না৷ আর যদি ঠোঁটে হালকা শেড ব্যবহার করেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে চোখের মেকআপ চড়া হয়৷ গায়ের রঙ কালো হলে পাম বা ওয়াইন শেড ব্যবহার করুন এবং ফর্সা ত্বক হলে ক্যারামেল বা গাঢ় গোলাপি ব্যবহার করুন৷ লিপস্টিক শেডের সীমা বরাবর ওই একই রঙের লিপ লাইনার ব্যবহার করুন৷ যদি রাতে কোন পার্টি যাওয়ার থাকে তবে অবশ্যই একটু গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করুন৷ আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে আপনি লাল অথবা বাদামী শেড ব্যবহার করতে পারেন৷ তবে লিপস্টিক বাছার সময় কখনই তা সরাসরি ঠোঁটে ব্যবহার করবেন না, এটি অস্বাস্থ্যকর হতে পারে৷ হাতের কব্জি বা আঙুলে রঙ পরীক্ষা করুন৷ আর অবশ্যই লিপস্টিক বা টিউব দেখে বিচার করবেন না, এটি আপনার মুখে নাও মানাতে পারে৷

0 comments: