শিরোনাম

বলিউডে নয়া ইনিংস শুরু ব্রেট লির

ক্রিকেট মাঠের পর এবার বলিউডে রান আপ নিতে দেখা যাবে কিম্বদন্তী ফাস্ট বোলার ব্রেট লিকে।ছবির নাম 'আনইন্ডিয়ান'।বিপরীতে 'বিবর' ও 'ব্রিক লেন'খ্যাত অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।পরিচালক অস্ট্রেলিয়া বাসী অনুপম শর্মা।
   
    ব্রেটের সাথে কাজ করতে স্বভাবতই উচ্ছ্বসিত অনুপম শর্মা। হঠাৎ ব্রেট কে কাস্টিং কেন? "অনুপম জানান, অস্ট্রেলিয়ায় ব্রেটের সাথে বিজ্ঞাপনের কাজ করেছি। তাই জানি যে ব্রেটের স্ক্রিন প্রেজেন্সটা খুব ভালো।এছাড়া ব্রেটের একটা কথা আমাকে খুব প্রভাবিত করেছিল। একবার আমাকে বলেছিল,'আই হ্যাভ নেভার স্টেপ্ড অন আ ক্রিকেট গ্রাউন্ড আন্ডার প্রিপেয়ার্ড। ব্যাস তখনই ঠিক করে নিয়েছিলাম ব্রেট কেই এই প্রোজেক্টে কাস্টিং করবো।"

অনেকটা গুরিন্দার চড্ডার 'বেন্ড ইট লাইক বেকহ্যাম'এর অনুকরণে 'আনইন্ডিয়ান'এর স্ক্রিপ্ট সাজিয়েছেন অনুপম।মূল গল্প এক ভারতীয় মহিলা আর অস্ট্রেলিয়ান পুরুষের প্রেমকে কেন্দ্র করে।মহিলার ভূমিকায় তন্নিষ্ঠা,নাম মীরা। বিয়ের পর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান।ব্রেটের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি সিঙ্গেল মাদার।আট বছর বয়েসি সন্তানের মা হয়েও ব্রেটের প্রেমে পড়েন তিনি।একে ভারতীয় মহিলা তারওপর আবার সিঙ্গেল মাদার।তাঁর সঙ্গে সাদা চামড়ার সম্পর্ক সমাজ অত সহজে মেনে নেবেনা।কোনটা ইন্ডিয়ান,কোনটা আনইন্ডিয়ান তাই নিয়ে নানা মুনির নানা মত।সিনেমাতে এই সমস্যা গুলিকেই খুব মজার ছলে দেখানো হবে।

0 comments: