ফাইন্ডিং ফেনি নিয়ে বিতর্কের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরিচালক হোমি আদজানিয়ার পাশে এসে দাঁড়ালেন স্বয়ং আমিতাভ বচ্চন। টুইটারে তিনি টিম ‘ফাইন্ডিং
ফেনি’র উচ্চসিত প্রশংসা করেন। এছাড়াও তিনি দীপিকা পাড়ুকোন, অর্জুন
কাপুর ও হোমি আদজানিয়ার সাথে একটি ছবি পোস্ট করেন।
তারকা খচিত ফাইন্ডিং ফেনির গল্প পাঁচ ব্যাক্তিকে নিয়ে। এক বুড়ো ডাকপিয়নের
অল্প বয়সের প্রেমিকাকে খোঁজা নিয়ে ছবির গল্প এগিয়ে চলে। ছবিটি হিন্দি-ইংলিইশ দুটি ভাষাতেই
প্রকাশিত হচ্ছে আগামি শুক্রবার।
0 comments: